Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, December 3, 2017

পুরুষরা কত সেকেন্ড পর পর সেক্স বিষয়ক চিন্তা করে থাকে?

পুরুষরা কত সেকেন্ড পর পর সেক্স বিষয়কচিন্তা করে থাকে?প্রশ্নটি অনেক বেশি সাধারণ মনেহলেও বিষয়টির উপরে যে গবেষণাহয়েছে তা হয়ত অনেকেই জানেন না।আপনি জেনে অবাক হবেন যেগবেষণায় উঠে এসেছে একজন পুরুষপ্রতি ৭ সেকেন্ড পরপর সেক্সের কথাচিন্তা করে থাকেন। অর্থাৎ তারাপ্রতি এক ঘণ্টায় ৫০০ বার এবং ১৬ঘণ্টায় ৮০০০ বার এই সেক্স বিষয়কচিন্তা ভাবনা করে থাকেন। আরওঅবাক হবেন শুনে যে এই হিসাবশুধুমাত্র তাদের জেগে থাকার মুহূর্তেআর ঘুমের ভেতরে এই বিষয়ে চিন্তাকরা তো আছেই।তরুণীদের সতীত্ব নিয়ে রমরমা ব্যবসাকিছুদিন আগেই কিনসে ইন্সটিটিউটএই বিষয়ের উপরে গবেষণা করেজানিয়েছে যে মোট হিসাবেপুরুষরা প্রতি ৭ সেকেন্ড পরপর সেক্সবিষয়ে চিন্তা করে থাকেন যামহিলাদের তুলনায় অনেক বেশি।নারীর চোখে আদর্শ পুরুষের ৩০টিবৈশিষ্ট্যগবেষণাটিতে কিনসেইন্সটিটিউটের গবেষকরা মহিলা, পুরুষএমনকি বৃদ্ধদেরও জিজ্ঞাসা করেন যে‘আপনি সেক্স বিষয়ে দিনে কতবারচিন্তা করেন?’ প্রতিত্তরে ৫৪ শতাংশপুরুষ বলেছেন তারা দিনের প্রায় সময়ইএই বিষয়ে চিন্তা করেন, ৪৩ শতাংশপুরুষ বলেছেন প্রতি সপ্তাহের কিছু সময়বা মাসের কিছু সময় তারা সেক্সবিষয়ে চিন্তা করে থাকেন এবংমাত্র ৪ শতাংশ পুরুষ বলেন মাসেএকবারেরও কম সময় তারা এই বিষয়টিনিয়ে চিন্তা করে থাকেন।হস্তমৈথুন ছাড়ার ৭ টিপস (ভিডিও সহ)যেখানে মহিলাদের ১৯ শতাংশপ্রতিদিন বা দিনের কিছু সময়, ৬৭শতাংশ প্রতি সপ্তাহের বা প্রতিমাসের কিছু সময় এবং মাত্র ১৪ শতাংশনারী মাসে একবারেরও কম সেক্সবিষয়ক চিন্তা ভাবনা করে থাকেন।সুতরাং দেখা যায় পুরুষরাঅন্যান্যদের চেয়ে অনেক বেশিপরিমাণে সেক্স বিষয়ক চিন্তা করেথাকেন।অতিরিক্ত হস্তমৈথুনের পরিণামসম্প্রতি ওহিও ইউনিভার্সিটি কিছুটাভিন্নভাবে এই গবেষণাটিচালিয়েছে। তারা ১৮-২৫ বছরবয়স্কদের এই গবেষণার অন্তর্ভূক্ত করেনএবং তাদেরকে সেক্স, খাবার এবংঘুম বিষয়ক মতামত প্রকাশ করতে বলেন।গবেষণাটিতে দেখা যায় গড়েপুরুষরা তাদের মোট চিন্তার ১৯শতাংশ সেক্স বিষয়ক চিন্তা করেথাকেন যেটি ১.২৬ ঘণ্টার মধ্যেএকবার। যেখানে তারা মাত্র ১৮ বারখাদ্য নিয়ে ও ১১ বার ঘুম নিয়েচিন্তা করে থাকেন। অন্যদিকেনারীরা তাদের চিন্তার মধ্যে ১০বার সেক্স নিয়ে, ১৫ বার খাদ্য নিয়ে [ ভাল লাগলে পোস্ট টি অবশ্যইশেয়ার করুন , শেয়ার বা কমেন্ট দিলেআমাদের কোনো লাভ অথবা আমরাকোনো টাকা পয়সা পাই না, কিন্তুউৎসাহ পাই, তাই অবশ্যই শেয়ার করুন ।]এবং ৮.৫ বার ঘুম নিয়ে চিন্তা করেথাকেন।

Post Top Ad

Your Ad Spot

Pages