Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 29, 2017

জেনে নিন যে অভ্যাস গুলোর কারণে প্রেমহীন আপনার জীবন

আশেপাশের বন্ধু বান্ধবরা যখন সবাই প্রেমকরে বিয়ের পিঁড়িতে বসে পড়ছে তখনআপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এইএকাকীত্বের পেছনে কি আপনি নিজেইদায়ী কিনা। অনেক সময় নিজেকে ভেতরেগুটিয়ে রাখা, মানুষের সাথে মিশতে সংকোচকিংবা মন খুলে কথা বলতে পারার অভ্যাসনা থাকার কারণে অনেকেই ভালোবাসারসম্পর্ক গড়ে তুলতে পারেন না।মিলিয়ে দেখুন তো এসব অভ্যাস আপনারওআছে কিনা।১.সঠিক সময়ে সাড়া না দেয়াbr /> অনেকেই হয়তো আপনাকে ভালোবেসে মনেরদরজায় কড়া নেড়েছিলো। কিন্তু আপনারকাছ থেকে সাড়া না পেয়ে সরে গিয়েছে।অথচ আপনি হয়তো পুরো ব্যাপারটা না বুঝেইকোনো প্রতিক্রিয়া দেখান নি । অথবা ইচ্ছেকরেই এড়িয়ে গিয়েছেন। যারা না বুঝেঅথবা বিভিন্ন কারণে ইচ্ছে করেই অন্যেরঅনুভবের আহবানে সাড়া দেয় না তাঁরাসাধারণত একাই রয়ে যায়। তবে তাই বলে তোযেনতেন কেউ একজন প্রেমের প্রস্তাবদিলেই তো রাজী হওয়া যায় না। আপনারপছন্দ অনুযায়ী এবং আপনার পরিবারেরচাহিদার সাথে যদি কারো যোগ্যতা মিলেযায় তাহলেই কেবল মাত্র সাড়া দিন। মনেরমিল থাকলে প্রেম হয়েও যেতে পারে।২.নিজেকে গুটিয়ে রাখাbr /> আপনি যদি বিপরীত লিঙ্গের মানুষদেরথেকে অনেক বেশি দূরত্ব বজায় রেখে চলেনঅথবা অতিরিক্ত লজ্জা পান তাহলে আপনারপ্রেমে জড়ানোর সম্ভাবনা খুবই কম। প্রেমযদি করতেই চান তাহলে জড়তা কাটিয়েবিপরীত লিঙ্গের সাথে সখ্যতা করার ক্ষমতাগড়ে তুলতে হবে নিজের ভেতরে। কেউ যদিআপনার সাথে কথা বলতে আসে কিংবাসিনেমা দেখতে যেতে চায় আর আপনি যদিলজ্জা পেয়ে পুরো ব্যাপারটি এড়িয়ে যান,তাহলে নিশ্চিত ভাবেই সম্পর্ক গড়ে ওঠারকোনো সম্ভাবনা নেই। প্রেম করতে চাইলেবিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্বে আগ্রহদেখাতেই হবে। কেউ নিজ থেকে কথা বলতেচাইলে, বন্ধুত্ব করতে চাইলে সেটা গ্রহণ করুন।লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে রাখলেদিনশেষে কেবল নিঃসঙ্গতাই আসবে আপনারভাগে।৩.যাপিত জীবনের ব্যস্ততাbr /> “শিক্ষা জীবনে পড়াশোনা আর টিউশনিরফাঁকে সময়ই মেলেনি প্রেম নিয়ে ভাবার।যখন শিক্ষা জীবন শেষ তখন তো চাকরীজীবনের শুরু। কর্ম ক্ষেত্রে সারাদিন ব্যয়করার পর প্রেম করার সুযোগ কিংবা ফুসরতকোনোটাই তো মেলে না।”… অনেকেরই এমনঅভিযোগ জীবনের প্রতি। ব্যস্ততা তোথাকবেই। কিন্তু ব্যস্ততার সাথে তালমিলিয়ে মনের চাহিদাকেও গুরুত্ব দিতেহবে। কেবল মাত্র যন্ত্রের মত কাজ করেযাওয়ার নাম জীবন নয়। জীবনে আবেগ,অনূভূতি ও ভালোবাসারও প্রয়োজন আছে।তাই ব্যস্ততার মধ্যেই নিজের জন্য, নিজেরবন্ধুদের জন্য সময় বের করা উচিত। বেড়াতেযাওয়া, সামজিকতা, দশ জনের সাথেমেলামেশা ইত্যাদি করলেই না একটা সুযোগতৈরি হবে মনের মানুষের সাথে পরিচিতহওয়ার।৪.সম্পর্ক নিয়ে ভয়br /> প্রেম করা নিয়ে অনেকেরই মনে ভয় থাকে।প্রায় সব মানুষের মধ্যেই প্রেম-ভালোবাসাসম্পর্কে কিছু নেতিবাচক ধারণা থাকে।কেউ কেউ মনে করেন প্রেম করা মানেইঅনেক খরচ, মানসিক অশান্তি, উটকোঝামেলা ইত্যাদি। তাই প্রেমের ক্ষেত্রে একপা এগিয়ে দুই পা পিছিয়ে যান অনেকেই।একটা বিষয় মনে রাখা উচিত, যদি সম্পর্কগড়তেই চান তাহলে ভয় পেয়ে লাভ নেই।মনের মধ্যে একই সঙ্গে ভয় এবং ইচ্ছাদুটিথাকলে আপনি বার বার দ্বিধাগ্রস্ত হয়েযাবেন এবং হতাশা কাজ করবে আপনারমধ্যে। আর প্রেম করলে কিছুটা বেশি খরচহবেই। ঘুরাঘুরি, খাওয়া দাওয়া ইত্যাদি খরচগুলো দুজনে মিলেমিশে বহন করবেন। আরসম্পর্কে ছোটখাটো মানসিক টানা পোড়েনথাকবেই। এগুলো এড়িয়ে যেতে পারলেকিংবা মেনে নিতে পারলে সম্পর্ক সুন্দর হয়।তাই প্রেম করার ইচ্ছা থাকলে মন থেকেঅহেতুক ভয় দূর করে ফেলুন।জীবন একটাই। আর সেই একটা মাত্র জীবনমনের মানুষ ছাড়া একলা কাটিয়ে দেয়ারকোনো মানে নেই। বিপরীত লিঙ্গেরমানুষের সাথে কথা বলতে অতিরিক্ত জড়তা,সংকোচ ইত্যাদি ঝেড়ে ফেলুন। কেউ আগ্রহনিয়ে বন্ধুত্ব করতে চাইলে আহবানে সারাদিন, এই বিশ্বাস রাখবেন যে নিশ্চয়ই আপনারভালো কোনো দিন তাকে আগ্রহী করেতুলেছে আপনার প্রতি। ব্যস্ত জীবনেরফাঁকেসময় বের করুন নিজের ব্যক্তিগত জীবন ওসামাজিকতা রক্ষার জন্য। নিজেকেঅকারণে গুটিয়ে রাখবেন না।

Post Top Ad

Your Ad Spot

Pages