Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 27, 2017

একসঙ্গে ঘুমাতে গেলে সম্পর্ক সুখের হয

ভবিষ্যতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক কতটা মধুরহবে তা নির্ভর করে কীভাবে আপনি তারসঙ্গে ঘুমাচ্ছেন। ইউনিভার্সিটি অফপিটসবার্গের সাম্প্রতিক এক গবেষণার বরাতদিয়ে ‘শেইপ’ ম্যাগিজিন জানায়, “যতবেশি আপনার সঙ্গীর সঙ্গে ঘুমানোর সময়মিলবে, ততই সম্পর্ক সুখের হতে থাকবে।”প্রতিবেদনে জানানো হয়,যারা একসঙ্গে ঘুমাতে যায় তাদেরমধ্যে সম্পর্ক অনেক বেশি গাঢ় হয়। সমীক্ষায়আরও বলা হয়, “তবে শারীরিক দূরত্ব বাড়ারকারণে তাদেরসম্পর্কে ঝামেলা তৈরি হতে পারে।”মুখোমুখি ঘুমানো মানে হচ্ছে জোরালোসম্পরয়েছে। আবার দুজনেই বিছানার দুইপ্রান্তে পেছনফিরে ঘুমানো সম্পর্কে বৈপরীত্য নির্দেশকরে।চাপা ক্ষোভ থাকা অবস্থায় একরাতআলাদা বিছানায় ঘুমানোরচেষ্টা করা ভালো। কারণচাপে থাকা মস্তিষ্ক নেতিবাচক প্রভাবতৈরি করে।ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষকদেরমতে, সঙ্গমের আগে ‘কাডলিং’ (আদর-সোহাগ) করা সম্পর্কের বন্ধন দৃঢ় করে, বিশেষকরে মেয়েদেরক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য।মিশিগানের গবেষকরা বলেন, “সঙ্গীর যতকাছাকাছি ঘুমাবেন, ততই সুখেরহবে প্রেমের জীবন।”

Post Top Ad

Your Ad Spot

Pages