Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 27, 2017

ইগো ঝেড়ে যে ৬ উপায়ে সুন্দর করবেন প্রেমের সম্পর্কটি

যে কোনো সম্পর্ক নষ্ট করে দিতে পারেঅতিরিক্ত মাত্রায় ইগো। অনেকেই ইগোধরে বসে থাকেন। এই ইগো ঝেড়ে ফেলে দিলেই সম্পর্ক আগের মতো সহজ ও সাবলীল হয়ে যায় তা বুঝতে পারলেও ঝেড়ে ফেলতে পারেন না ইগো। কিন্তু পরে যখন নিজের ভুলটা বুঝতে পারেন তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। তাইদয়া করে ইগোটাকে দূরে সরিয়ে সম্পর্কের প্রতি সম্পর্কে থাকা মানুষের প্রতি নজর দিন।১) নিজের মনের কথা প্রকাশ করে দিনযদি সত্যিকার অর্থেই নিজের সম্পর্কের কথা ভাবতে চান তাহলে সঙ্গীর কাছে নিজের মনের কথা বলে দিন। বলে দিন আপনি নিজের ভুলের জন্যঅনুতপ্ত। বিশ্বাস করুন এতে আপনার সম্মান কমবে না একটুও।২) সরাসরি প্রকাশ করতে না পারলে অন্য কিছু করুন[b]যদি সরাসরি দোষ স্বীকার করতে না পারেন তাহলে এমন ভাব করবেন না যেনো কিছুই হয় নি। কারণ এতে আপনার সঙ্গীআরও কষ্ট পেতে পারেন। এক্ষেত্রে আকারে ইঙ্গিতে অথবা তার জন্য সারপ্রাইজ প্ল্যান করে প্রকাশ করুনযে আপনি মন থেকে দুঃখিত।[b]৩) ম্যাসেজ পাঠিয়ে দিন‘স্যরি বা দুঃখিত’ লিখে একটি ম্যাসেজপাঠিয়ে দিন সঙ্গীকে। এতে করেও প্রকাশ পাবে আপনি ইগো ঝেড়ে ফেলতে পারছেন। অথবা ছোট্ট একটি চিরকুটে লিখে দিন মনের কথা।৪) পুরোনো প্রসঙ্গ টেনে আনবেন নাএকটু ঝগড়াঝাটি সব সম্পর্কেই হয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কে টানাপোড়ন আসবে। কিন্তু যদি ঝগড়াঝাটিতে পুরোনো প্রসঙ্গ টেনে আনেন তাহলে সঙ্গী ভাববেন আপনি আগের বিষয়টি এখনো ভোলেন নিন অর্থাৎ আপনি ইগো ধরে রেখেছেন। তাই এই কাজটি করবেন না।৫) দোষ স্বীকার করলে সঙ্গীর কথা শুনেআবার ঝগড়া বাঁধিয়ে ফেলবেন নাঅনেক সময় দোষ স্বীকার করলেও রাগের মাথায় সঙ্গী আপনাকে অনেক কথা বলতে পারেন। কিন্তু এই কথার বিপরীতে যদি আপনি আবার রাগ দেখানো শুরু করেন তাহলে কিন্ত ঝগড়া আর মিটবে না এবং প্রকাশ পাবে আপনি মন থেকে দোষ স্বীকার করেননি। এখানে আবার ইগো চলে আসবে।৬) সঙ্গীর জন্য বিশেষ কিছু করুনযদি আপনি সঙ্গীকে বুঝাতে চান আপনি সত্যিই দুঃখিত এবং আপনি অনুতপ্ত তাহলে সঙ্গীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করুন। এতে করে হয়তো আপনাকে মুখে দুঃখিত বলতেও হবে না। আপনাআপনি সব কিছু আগের মতো হয়ে যাবে।

Post Top Ad

Your Ad Spot

Pages