Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 30, 2017

কখন বিয়ে করলে একজন পুরুষের জীবন সুখেরহবে?

জন্ম-মৃত্যু-বিয়ে এই তিনটি বিষয়নিয়ে নাকি মানুষের জীবন। কিন্তু যুগেরপরিবর্তনের সাথে সাথে অনেক কিছুইপরিবর্তিত হয়েছে। বিশেষ করে মানুষেরজীবনধারার সমস্তটাই যেন পরিবর্তিতহয়েছে। এখন একজন পুরুষ বিয়ে করার আগে অবশ্যই তারক্যারিয়ারটি গুছিয়ে নিতে আগ্রহী হন।কেননা ক্যারিয়ার আগে ঠিকনা করলে পরবর্তীতে বিপদে পড়তে হয়। যারা সচেতন পুরুষ তারা তাদের এবং আসন্নপ্রজন্মের ভবিষ্যত ঠিককরে তারপরে বিয়ে করেন। এমন ক্ষেত্রে একজনপুরুষ ঠিক কীভাবে বুঝবেন যে এই সময়টিই তারবিয়ের জন্য উপযুক্ত? কিংবা কখন আগ্রসর হবেনবিয়ে করার জন্য? কিংবা কখন বিয়ে করলে সুখী হবেন তারজীবনে? আসুন, জেনে নেই এমন কিছুমাপকাঠি যেগুলোর ভিত্তিতে একজন পুরুষনিশ্চিত হতে পারবেন যে এটাই বিবাহেরউপযুক্ত সময়। ক্যারিয়ার গুছিয়ে ফেললে আমাদের জীবনের সব কিছুইপরিকল্পনা অনুযায়ী হলে জীবনটা অনেকসাজানো গোছানো হয়ে থাকে। একজন সচেতনপুরুষের ক্যারিয়ার বেশ আগেই তৈরি হয়ে যায়।আপনি যদি একজন সচেতন পুরুষ হয়ে থাকেনএবং আপনার ক্যারিয়ার যদি পুরোপুরিতৈরি হয়ে যায় তাহলে ভাববেনএখন আপনি চাইলে বিয়ে করতে পারেন। আর্থিকভাবে স্বচ্ছল হলে আপনি যদি আর্থিকভাবে স্বচ্ছল হয়ে থাকেনতাহলে ভাববেন আপনার বিয়ের সময় উপস্থিত।এমনিতেই একটি বিয়ের অনেক ধরনের খরচরয়েছে। মেয়ে পক্ষ ছেলে পক্ষ উভয়েরই। এইখরচ বহন করার মত সামর্থ্য যদি আপনারএসে থাকে তাহলে আপনি বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন। মনেরমত নারী খুঁজে পেলে আপনি যদি আপনার মনের মত মেয়ে খুঁজে পানতাহলে আপনি বিয়ে করারপ্রস্তুতি নিতে পারেন। আজকাল এই ধরনেরসমস্যা প্রায়ই দেখা যায়যে বিয়ে করতে চাইছেন ঠিকই কিন্তু ঠিকমনের মত মেয়ে খুঁজে পান না। আপনার ক্যারিয়ার দাঁড়িয়ে যাওয়া মাত্রআপনি আপনার আশেপাশে বা পরিবার পরিজনদিয়ে মেয়ে খোঁজার কাজে লেগে যান।অবশেষে যদি রুপে, গুণে এবং কাজে পছন্দেরমেয়েটি পেয়ে যান তাহলে ধরে নিন আপনারএখনি বিয়ে করা উচিৎ। সিরিয়ালে যদি আপনি থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইবোনেরসিরিয়াল অনুযায়ী বিয়ে হয়ে থাকে। ধরুনআপনি আপনার ক্যারিয়ার ঠিক করে ফেলেছেনএবং আপনি পছন্দের মেয়েও খুঁজে পেয়েছেনকিন্তু আপনার একজন বড় ভাই বা বোন রয়েছেনযার এখনও বিয়ে হয় নি। এক্ষত্রে আপনার বিয়ের ঠিক সময়টি এখনও আসেনি। কেননা সমাজের দৃষ্টি এড়াতেআপনি এইকাজটি এখনই করতে পারবেন না। কিন্তু আপনারআগে যদি কোনো ভাইবোনের সিরিয়ালনা থাকে তাহলে আপনি আপনার বিয়েরপ্রস্তুতি নিয়ে নিতে পারেন। কেননাআপনারবিয়ের সিরিয়ালটা ঠিক তৈরি হয়েই আছে। মা বাবার বয়স হয়ে গেলে যদিও আগে পুরুষরা বিয়েই করতেনবুড়ো মা বাবাকে দেখাশোনার জন্য।বর্তমানে এই ধারণা কিছুটা পরিবর্তিত হলেওপুরুষরা বাবা মায়ের সাথে সঙ্গ দেয়ার জন্যইবিয়ে করে থাকেন। তাছাড়া এমনওযদি হয়ে থাকে যে বাবা মায়ের অনেক বয়স হয়েছে, তারা অনেক অসুস্থ।পৃথিবী ছেড়ে চলে যাওযার আগে নাতি-নাতনীর মুখ দেখে যেতে চান। তাহলে একজনপুরুষ ভাবতে পারেন যে এখনবিয়ে করা যেতে পারে। সন্তান পরিকল্পনা এমন অনেক পুরুষই রয়েছেনযারা ক্যারিয়ারগুছিয়ে ফেলতে ফেলতে বেশ দেরি করে ফেলেন।এসব পুরুষরা বিয়ের পরপরই সন্তাননিতে আগ্রহী হয়ে ওঠেন। সন্তান নেয়ারপরিকল্পনা থাকলে বিয়ে করার সময়হয়েছে বলে মনে করতে পারেন। ভবিষ্যত পরিকল্পনা কথায় আছে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীরকাজ। যে সমস্ত পুরুষেরা ভবিষ্যতেরইঞ্চি ইঞ্চি পরিকল্পনা করে রেখেছেনতাদেরজন্য বিয়ের সময়হয়েছে বলে মনে করতে পারেন। ভবিষ্যতেরঅন্যান্য পরিকল্পনা শেষ এখন বাঁকি বিয়ে করা।তাহলে চটজলদি করে ফেলতে পারেন বিয়েটি। সঙ্গ প্রয়োজনে মানুষ একাথাকতে পারে না। একারণে আপনি যদি ভেবে থাকেন আপনারজীবনের সব ধরনের পরিকল্পনাই বাস্তবায়িতকরে ফেলেছেন কিন্তু একা জীবনে বেশবিষণ্ণতায় কাটছে আপনার সময়তাহলে ভেবে নিন আপনার এখন বিয়ে করাপ্রয়োজন। একাকীত্বদূরীকরণে করে ফেলতে পারেন বিয়ে।

Post Top Ad

Your Ad Spot

Pages