Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, December 20, 2017

ছেলে অথবা মেয়ে সন্তানচাইলে কী করা যেতে পারে?

গর্ভেরসন্তানটি ছেলে হবে না মেয়ে হবে,তা কি আসলে আমরা নিয়ন্ত্রণকরতে পারি? অনেকেরই শখথাকে তারপরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটিমেয়ে অথবা দুরন্ত একটি ছেলে। একেবারে নিশ্চিতহবার কোনো উপায় না থাকলেও, ছোট্টএকটি প্রাকৃতিক কৌশল অবলম্বনকরা যেতে পারে।মূলত শারীরিকমিলনের সময়ের ওপরে নির্ভরকরে এই পদ্ধতি। তা কি করে কাজকরে জানতে হলে আপনাকে প্রথমেইদুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে।একটি হলো ওভিউলেশন বা ডিম্বপাতনামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হলো স্পার্ম বা শুক্রাণুকিভাবে একে প্রভাবিত করে।প্রথমে দেখা যাক ওভিউলেশনেরপ্রক্রিয়াটি কিভাবে কাজ করে।নারীর শরীরে প্রতি মাসে পাঁচদিনের একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয়। ডিম্বপাতের তিনদিন আগে থেকে শুরু করে এক দিন পরপর্যন্ত হল গর্ভধারণের জন্যসবচাইতে উপযুক্ত সময়। কারণ ডিম্বকার্যকরী থাকে মাত্র ২৪ ঘণ্টা,কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে।এই সময়ের মাঝে গর্ভধারণকরা যাবে তা জানা গেলো। এবারআসুন সন্তানছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিককরা যেতে পারে। জানতে হবে শুক্রাণুর প্রভাব। xক্রোমোজোমধারি শুক্রাণুদ্বারা ডিম্ব নিষিক্ত হবারকারণে সন্তান মেয়ে হবে, আর Yক্রোমোজোমের কারণে সে হবে ছেলে।Y শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু তা আবার বেশ দ্রুতগামী।তারা খুব বেশিক্ষণ জীবিতথাকে না। X শুক্রাণু বেশ বড়এবং ধীরগতির, কিন্তু তারা আবারএকটু বেশ সময় বাঁচে।এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করনীয় কি। ছেলে সন্তানচাইলে Y শুক্রাণু যাতে খুব দ্রুতডিম্বেরকাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে।এর জন্য নারীর যে দিন ডিম্বপাতহচ্ছে সে দিনেই মিলিত হওয়াটা জরুরি। নয়তো শুক্রানুটি আরকার্যকরী থাকবে না।আবার আপনি যদি মেয়ে সন্তান চানতবে ডিম্বপাতের দুই থেকে তিন দিনআগে মিলিত হতে হবে। ডিম্বপাতহবার আগেই সব Y শুক্রাণু মারা যাবে, ফলে সন্তান ছেলে হবারসম্ভাবনা কম থাকবে।বেঁচে থাকবে X শুক্রাণুগুলো।ফলে মেয়ে সন্তান হবারসম্ভাবনা অনেক বেড়ে যাবে।

Post Top Ad

Your Ad Spot

Pages