Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 22, 2017

কথা বলে চোখের সাজ

আজকাল সাধারণত সব অনুষ্ঠানই রাতে হয়ে থাকে। প্রত্যেক অনুষ্ঠানেই মেয়েরা চায় নিজেকে আকর্ষণীয় করে তুলতে। রাতের আনুষ্ঠানের সাজে মূল অংশ হলো চোখ। কিন্তু সেই অংশটিই অনেক সময় অন্যান্য সজ্জার আড়ালে পড়ে যায়। আসুননা এমনভাবে চোখ সাজাই যাতে সবার মন কাড়তে আপনার চোখই যথেষ্ট হয়।আপনার যা করনীয়...১. প্রথমে মেকাপের বেইজ তৈরি করে নিতে হবে। বেইজ মানে ত্বক পরিষ্কার করে ফাউন্ডেশন, ফেস-পাউডার লাগিয়ে ত্বকের উজ্জ্বলতা সৃষ্টি করা।২. এরপর আপনি আপনার পোশাকের রঙ অনুযায়ী ভ্ররুর নিচের অংশে হাইলাইটস দিন।৩. এখন পোশাকের রঙ অনুযায়ী শ্যাডোর সাথে হালকা গোল্ডেন রঙের শ্যাডোর শেড দিন।৪. আপনি যদি ডার্ক রঙের পোশাক পরে থাকেন, তাহলে শ্যাডোর উপর একটু কালচে ভাব আনতে পারেন।৫. এ জন্য আপনাকে শ্যাডোর উপর আইলাইনারের মত কাজল দিয়ে একেঁ নিয়ে শ্যাডো ব্রাশ দিয়ে শেড তৈরি করে নিতে হবে।৬. এখন আপনি চোখের উপর আইলাইনার দিন।৭. এবার আপনি চোখের উপরে ও নিচে কাজল দিন।৮. সবশেষে দিতে হবে মাশকারা, এতে আপনার চোখের পাপড়ী দেখতে অনেক আকর্ষনীয় হবে।৯. আপনি ইচ্ছা করলে চোখের মাপে আলগা পাপড়ি লাগিয়ে নিতে পারেন। যা আপনাকে দিবে নতুন সাজের আভিজাত্য।১০. আপনি চাইলে চোখের নিচে পোশাকের রঙের শ্যাডো দিতে পারেন। একটি সুন্দর চোখই পারে সকলের দৃষ্টি আকর্ষণ করতে। চোখ বা নয়নকে আপনি যদিমূখ্যভাবে উপস্থাপন করতে চান, তবে এ পদ্ধতি অনুসরণ করে নিজেকে করে তুলুন অনু্ষ্ঠানের মধ্যমণি।

Post Top Ad

Your Ad Spot

Pages