Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

প্রেমিক প্রেমিকার কাছে যে বিষয়ে মুখ খোলা উচিৎ নয় !

সম্পর্কের ব্যাপারে সবসময়ই কিছু নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত ৷ এবং সঙ্গে অবশ্যই গোপনীয়তা ৷ এতে যে সম্পর্কের ভীত বিশাল কিছু মজবুত হয়, তা নয়, তবে আপনার জীবনের কিছু বিষয়, কথা, মুহূর্ত একান্ত গোপনীয় থাকাই বাঞ্ছনীয় ৷ স্বামী হোক বা বয়ফ্রেন্ড, প্রেমিক হোক বা লিভ ইন পার্টনার-এমন কিছু কথা থাকে, যা কখনওই কারওর সঙ্গে বলা যায় না ৷ কী কী আসুন জেনে নেওয়া যাক ৷১.বন্ধুদের সিক্রেট- পার্টনারের সঙ্গে কখনও আপনার বন্ধুবান্ধবদের গোপন ব্যাপার শেয়ার করবেন না, যা ওরা আপনাকে বিশ্বাস করে বলেছে ৷ হয়েতা দেখা যাবে আপনিও কোনও সময় তাদের বিশ্বাস করে কোনও কথা বলেছিলেন ৷ একবার ভাবুন তো তারা যদিআপনার সিক্রেট ফাঁস করে দেয়! আর আপনার পার্টনার আপনার কোনও মেয়ে বন্ধুর কোনও গোপন ঘটনা কতটা সহমর্মীতার সঙ্গে বুঝবেন, সে বিষয়েও সন্দেহ থেকে যায় ৷২. পাসওয়ার্ড-স্বামী, প্রেমিক, হবু বর যে-ই হোক, যত আপনজনই হোক, ভুলেও তাকে আপনার ইমেল, ফেসবুক, ট্যুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানাবেন না ৷ সম্পর্ক যতই মাখো মাখো হোক না কেন, পাসওয়ার্ড শেয়ার- নৈব নৈব চ ৷৩.পারিবারিক অপছন্দ- বয়ফ্রেন্ড বা স্বামীর পরিবারের কোনও ব্যাপার বা কাউকে যদি অপছন্দ হয়, তবে ঘুণাক্ষরেও ওকে তা বুঝতে দেবেন না ৷না পছন্দ জানাজানি হয়ে গেলে সম্পর্কের ভীত আলগা হতে বাধ্য ৷ আর বলাই বাহুল্য আপনার প্রেমিকটিও বেজায় দুঃখ পাবেন ৷ এমনকী সম্পর্ক ভেঙে যাওয়ায় অস্বাভাবিক কিছু নয়৷৪.আপনার অতীত- প্রত্যেকেরই নিজস্ব একটা অতীত থাকে ৷ সে ব্যাপারে অল্পস্বল্প বললেও স্বামীকে কখনও তানিয়ে বিস্তারিত বর্ণনা দিতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় ৷ বিশেষ করে পুরনো প্রেমিকের ব্যাপারে ৷ অতিরিক্ত মাত্রায় সৎ হতে গিয়ে আপনি নিজেই নিজের বিপদ তাহলে কিন্তু ডেকে আনবেন ৷ তার মানেএই নয় যে তাকে কিছুই জানাবেন না ৷ তবে ঠিক ততটুকুই, যতটুকুর প্রয়োজন আছে ৷৫.ব্যাঙ্ক ব্যালেন্স- নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে বা কখন কোন অ্যাকাউন্ট থেকে কীভাবে লেনদেন হচ্ছে সে বিষয়ে উভয় পক্ষকেই যতটা সম্ভব গোপনীয়তারাখতে হবে ৷ এমনকী নেটব্যাঙ্কিং পাসওয়ার্ডও কখনও জানাবেন না ৷ চেষ্টা করবেন অ্যাকাউন্টের ই-স্টেটমেন্ট নিতে ৷৬. মেকআপ সিক্রেট-রাতে শুতে যাওয়ারআগে অ্যান্টি এজিং ক্রিম মাখেন, কিংবা ব্যাগে থাকে আন্ডার আই ক্রিম অথবা দিনের মধ্যে তিনবার করে মুখে ঘষেন ব্রণ নিরাময়ের ফেসওয়াশ? খবরদার! ভুলেও বয়ফ্রেন্ড বা স্বামীকে জানাতে যাবেন না ৷ আপনার মেকআপ কিটে কী কী থাকে বা না থাকে আর আপনার সৌন্দর্যের রহস্য কখনও ফাঁস করবেন না ৷ তাহলেই সাজু-গুজু করে প্রেমিককে চমকে দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ৷

Post Top Ad

Your Ad Spot

Pages