Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

মাত্র ২০মিনিটে নাকের পাশের ব্ল্যাকহেড দূরকরার পদ্ধতি

ব্ল্যাকহেড বিষয়টির সাথে আমরা সবাইপরিচিত। বিশেষ করে নাকের পাশেরঅংশে এটি বেশি হয়ে থাকে এবং জায়গাটিকে বেশকালচে করে ফেলে। মূলত বিভিন্ন ধরনেরময়লা, তেল আর মেদ থেকে ক্ষরিত রসেরসমন্বয়ে এক ধরনের কালো দাগগড়ে তোলে নাকের পাশে, ঠোঁটের নিচে,থুতনিতে এবং কপালে। আর এটি শক্তহয়ে ত্বকের ছিদ্রপথ বন্ধ করে ফেলে।এগুলোই ব্ল্যাকহেড নামে বিশেষপরিচিত। প্রতিদিনের মুখ ধোয়া সত্ত্বেওএগুলো মুখে উঠে থাকে।এই ব্ল্যাকহেডথেকে ত্বককে বাঁচাতে যে পদ্ধতিগুলোআপনি বাসায়বসেই সেরে নিতে পারেনbr />১. প্রথমত, আপনার ত্বকের বিভিন্নমরা চামড়া যেগুলো ত্বকের ছিদ্রপথ বন্ধকরে ফেলে নির্মূল করুন। এর জন্যভালো একটি ডিপ ফেস ক্লিনার ব্যবহারকরুন।২. এরপরে পরিস্কার করা মুখে গরম পানিরভাব দিয়ে ১০ মিনিট স্টিম করুন।এতে ত্বকের ব্ল্যাকহেডগুলো নরমহয়ে যাবে। ফলে এগুলো নির্মূল করা বেশসহজ হয়ে যাবে।৩. এক কাপ পানিতে ৪ টেবিল চামচবেকিং সোডা পেস্ট করে মুখে লাগান।পেস্টটি মুখে ১০ মিনিট রাখারপরে হালকাভাবে ধুয়ে নিন।বেকিং সোডা ত্বকে থাকা বিভিন্নময়লা এবং ব্যাকটেরিয়া দূর করে ফেলে।তবে মুখটি ধোয়ার জন্য হালকা কুসুম গরমপানি ব্যবহার করলে ভালো ফলাফলপাওয়া যায়।এভাবে মাত্র ২০ মিনিটের ব্যবধানে দূরকরে ফেলতে পারেন মুখের যত সবনোংরা ব্ল্যাকহেডস।

Post Top Ad

Your Ad Spot

Pages