Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 8, 2017

প্যাটার্ন লক ভুলে গেলে যেভাবে রিসেট করবেন আপনার ফোন

অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসির জন্য আমরা অনেকেই প্যাটার্ন লক ব্যবহার করেথাকি। তবে এই প্যাটার্ন ভুলে গেলে দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা সমাধানের জন্য মোবাইল ফোন রিসেট কিংবাকাস্টমার কেয়ারে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। অনেকে একে হার্ড রিসেট বলে কারণ এটি সেটের একচুয়্যাল ফ্যাক্টরি সেটিংস ফিরিয়ে আনে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই কিভাবে কোনোঅ্যান্ড্রয়েড ফোন রিসেট করা যায় কোনও রকম সমস্যা ছাড়া।।স্যামসাং এবং অন্যান্য মোবাইলের ক্ষেত্রে প্রথমেই ফোনটির সুইচ অফ করুন, এবার ব্যাটারি ১০ সেকেন্ডের জন্য রিমুভ করুন। আবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে। এরপর ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ অপশনে আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে প্রেস করুন। এখন কনফার্ম করার জন্য আরেকটি স্ক্রিন আসবে এখানে ‘Yes’ বাটন সিলেক্ট করতে হবে।এবার কিছুসময় অপেক্ষা করুন রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি চালু হবে, ততক্ষন অপেক্ষা করুন।এক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে:১. আপনার কাস্টমাইজ করা সমস্ত সেটিংস মুছে যাবে।২. ফোন মেমোরিতে সেভ করা ফোন নাম্বার মুছে যাবে।৩. ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরির ইন্সটল করা সমস্ত অ্যাপ ও ডাটা হারিয়ে যাবে।৪. আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages