Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, December 17, 2017

বছরজুরে যে ১০ প্রশ্ন সব থেকে বেশি সার্চ হয় গুগলে

গুগল বর্তমান প্রজন্মের কাছে একটা অকল্পনীয় প্রয়োজনীয় উপসর্গ হয়ে দাঁড়িয়েছে। কিছু জানার হলেই সবাই ঢু মারেন গুগলে। সম্পর্ক-প্রেম-ভালবাসা নিয়ে গুগলে মানুষ কী ধরণের প্রশ্ন করেন সেটি নিয়েই এই আয়োজন।এক ঝলকে দেখে নেওয়া যাক, ২০১৭ সালে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কোন ১০টি প্রশ্ন সব থেকে বেশি বার জিজ্ঞেস করা হয়েছে গুগলকে—১। দূরে থেকে কী ভাবে একটা সম্পর্ক ঠিক রাখা যায়?২। ফেসবুকে ‘রিলেশনসিপ স্টেটাস’ কীভাবে বদলাতে হয়?৩। কোনও সম্পর্কের প্রতি বিশ্বাস কী ভাবে গড়ে তুলতে হয়?৪। ‘পলি রিলেশনশিপ’— এর অর্থ কী?৫। সম্পর্কে হালকা চিড় ধরেছে! কীভাবেবাঁচানো যায় এই সম্পর্ক?৬। ‘ওপেন রিলেশনশিপ’— এর অর্থ কী?৭। প্রেম ভেঙে গিয়েছে! কী করে ভুলে থাকবেন তাঁকে?৮। সম্পর্কে তিক্ততা, গালমন্দ! কী করে বেরিয়ে আসবেন এমন সম্পর্ক থেকে?৯। কী করে বুঝবেন যে, প্রেমের সম্পর্কটি এবার শেষ?১০। একটি সুন্দর-স্বাভাবিক সম্পর্ক কেমন হয়?

Post Top Ad

Your Ad Spot

Pages