Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

গায়ের রঙ উজ্জ্বল করার কিছু টিপস !

না চায় পুতুলের মত লম্বাকেচুল,ফর্সা গায়ের রঙ আর উজ্জ্বলত্বকের অধিকারী হতে। কেমিক্যালআমাদের কোমল ত্বকের অনেক ক্ষতিকরে। সেটা জেনেও সুন্দর দেখানোরজন্য আমরা অনেক সময়কেমিক্যালের আশ্রয় নিই।আজ আমিসেই সৌন্দর্য পিপাসুদের জন্য সাধারণকিছু উপাদান দিয়ে নিরাপদে ফর্সাহওয়ার কিছু টিপস দিব।• ১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিলচামচ মধু,১টেবিল চামচ লেবুর রসএবং আধা টেবিল চামচ বাদামের তেলভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫মিনিট লাগিয়ে রাখুন।তারপরপরিষ্কার করুন।এই প্যাকটি মুখেশাইন আনবে আর রোদে পোড়া ভাব দূরকরবে।• বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুররসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়েফেলুন।সপ্তাহে ২বার এটা লাগানআপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বলহবে।• আমরা সবাই কমলা খেয়ে খোসাটাফেলে দিই,অথচ এই ফেলনা জিনিসটাইআপনাকে পৌছে দিবে আপনার স্বপ্নেরঅনেককাছাকাছি।কমলার খোসা রোদেশুকিয়ে নিন।তারপর মিহি করে গুঁড়োকরে নিন।তারপর ১ টেবিল চামচগুঁড়োর সাথে ১ টেবিল চামচ টকদইয়ের পেস্ট মুখে লাগিয়ে ১৫-২০মিনিট পর ধুয়ে ফেলুন।• ঝকঝকে ত্বকের জন্য চন্দনগুঁড়োর অবদান অনস্বীকার্য। চন্দনগুঁড়োর সাথে দুধ মিশিয়ে প্রত্যেকদিনহালকা হাতে ম্যাসাজ করুন। অল্পদিনের মধ্যে আপনার মুখে হাসিফুটবেই।• আপনার যদি টমেটো তে অ্যালার্জিনা থেকে থাকে তাহলে কয়েক ফোঁটালেবুর রসের সাথে টমেটোর ক্লাথমিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুনফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিটপর ধুয়ে ফেলুন।• আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধুমিশিয়ে মুখে লাগান।চালের গুঁড়োস্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধুমুখের আর্দ্রতা বজায় রাখবে।• শশার রস আর মধু সমান পরিমাণনিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন।এটি শুষ্ক ত্বকের জন্য অনেকউপকারী।তৈলাক্তও ত্বকে মধুর বদলেলেবু ব্যবহার করতে হবে।• সপ্তাহে একবার পাকা কলা চটকিয়েমুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়েফেলুন।মুখে লুকিয়ে থাকা সব ময়লানিমিষে পালিয়ে যাবে আর আপনি হয়েউঠবেন আরো আকর্ষণীয়।• ২ টেবিল চামচ বেসন,২ চিমটিকাঁচা হলুদ ,২-৩ ফোঁটা লেবুর রস আর১ চা চামচ দুধ দিয়ে প্যাক বানিয়েফেলুন।মুখে ৫ মিনিট ভালো ভাবেম্যাসাজ করুন এই প্যাকটি।তারপর২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়েফেলুন।তবে মনে রাখবেন হলুদ কিন্তুসবার ত্বকের জন্য নয়। তাই আগেএকটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদআপনার বন্ধু না শত্রু।• কাঁচা আলুর রস অথবা আলু পাতলাকরে কেটে অথবা আলুর পাল্প দিনে২বার করে ব্যবহার করলেও ভালোফল পাবেন।আশা করছি টিপস গুলো আপনাদেরকাজে লাগবে।কিন্তু অবশ্যই খেয়ালরাখবেন উপাদানগুলোর সাথে আপনারত্বক মানিয়ে নিতে পারে কিনা।আপনার এক বন্ধু বা আত্মীয় একউপাদান দিয়ে উপকার পায় বলেআপনিও পাবেন এমন কোন কথা নেই।সেজন্য আমি বিভিন্ন উপাদানেরপ্যাকের রেসিপি দিয়েছি।সব সময়আগে অল্প করে হাতে লাগিয়ে দেখবেনকোন ধরণের চুলকানি কিংবা জায়গাটালাল হয়ে যাচ্ছে কিনা,তারপর পছন্দসইপ্যাকটি বেছে নিন।ডিসক্লেইমারঃ “ফর্সা ত্বকসৌন্দর্যের একমাত্র মাপকাঠি নয়”লিখেছেনঃ সুমন মূখার্জী

Post Top Ad

Your Ad Spot

Pages