Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 28, 2017

প্রিয় মানুষেরকাছে প্রিয় মানুষ হবেন?

নিজের সঙ্গিনীরকাছে ভালবাসা প্রদর্শন করারআগে তাকে নিজেরকাছে আকর্ষিত করতে হবে । আরতাঁর জন্য দরকার কিছু গুণ ।যা আপনার মধ্যে আছে । শুধুতা উজার করে দিতে হবে । চলুনজেনে নিই সেই উপায়গুলি কী?ভালোবাসার প্রথম শর্তই হলসততা, আপনার প্রিয় মানুষটিরনিকট সব সময় সৎ থাকুন । কোনকিছুই তার কাছে গোপন করারচেষ্টা করবেন না । প্রিয়মানুষটিকে তার দূর্বলতায়আঘাত করা যাবেনা ।আপনাকে হতে হবে আত্মবিশ্বাসীসব ধরনের মেয়ারা ব্যক্তিত্বসম্পন্ন ওআত্মবিশ্বাসী ছেলেদেরবেশী পছন্দ করে । প্রিয়তমারমানসিক ও শারীরিক চাহিদারপ্রতি খেয়াল রাখুন ।প্রিয়তমাকে নিজের ধনসম্পদেরচেয়েওবেশি ভালোবাসতে হবে । সকলনারীরাই তার প্রিয়জনেরনিকটথেকে ভালোবাসা পেতে চায় ।মেয়েরা চায় তার প্রিয়মানুষটি তার প্রতি খেয়ালরাখুক তার প্রতি যত্নবান হোক। সব কিছুর উর্ধ্বে দেখুকতাকে ।মেয়েরা রসিক ছেলেদেরবেশি পছন্দ করে । সামান্যএকটা তুচ্ছ ব্যাপার নিয়ে যেসবছেলেরা তামাশা করতে পারে সছেলেদের মেয়েরা বেশি পছন্দকরে । মেয়েরা সবসময়পরিষ্কার-পরিচ্ছন্নপরিপাটি থাকতে পছন্দ করে ।মেয়েরাও চায় তার প্রিয়মানুষটি সব সময় ফিটফাট থাকুক। প্রিয়তমাকে প্রশ্ন করার মতসুযোগ দিতে হবে । খেয়ালরাখতে হবে সে কি জানতে চায়। নিজের পারিবারিকব্যাপারে তারসামনে খোলামেলা আলোচনা করতএতে নারীরা নিজেদেরঅনেকটা নিরাপদ মনে করে ।আপনার জীবনে যদি পূ্র্বে কোনপ্রেমথেকে থাকে তা প্রিয়তমাকে বলনা যদি সে কখোনো জানতে না চ।প্রিয়তমা জানতে চাইলে তবেইবলা যেতে পারে । কথারছলে গল্প বলা মেয়েরা খুবভালোবাসে ।প্রিয় মানুষটির গল্পে-স্বল্পে বিরক্ত হবেন কিন্তু ।তাহলে আপনার প্রিয়তমা কিন্তুআপনার উপর রেগে যাবে ।প্রিয়তমার সাথে কথা বলারসময় তার শরীরের দিকনা তাকিয়ে তার চোখেরদিকে তাকিয়ে আবেগের সহিতকথা বলুন । এতে মেয়েরা খুবইখুশি হয়। আপনার মনে বেদনারঝড় বইতে পারে, তার জন্যবিষয়টি সবাইকে বলে বেড়াবেনতা নয় । প্রিয়তমাকেও আপনারদুঃখ-কষ্টবুঝতে না দিয়ে হাসি খুশি থাকাচেষ্টা করুন । যথাসম্ভবপ্রিয়জনের কাছাকাছি থাকারচেষ্টা করুন । তাকে ঘনঘন সময়দিতে পারলে ভাল হয় ।প্রিয়তমার পছন্দ-অপছন্দেরপ্রতি খেয়াল রাখুন । তারভালো লাগার প্রতি গুরুত্ব দিনএবং মন্দ লাগার বিষয়গুলোওমাথায় রাখুন ।প্রিয়তরার সাথে অন্যকোননারীর তুলনা করা যাবে না ।এটি মেয়েরা মোটেও পছন্দকরেন না । অনেকেই ভাবেনপ্রেমিকার সঙ্গে বন্ধুত্বকরা যায় না! কথাটি মোটেওঠিক না । আগে বন্ধুত্ব অতঃপরপ্রেম । প্রেমিকারবিশ্বাসে কখোনো আঘাত করবেননা। প্রিয়তমারচিন্তা চেতনাকে সম্মান করুন ।প্রেমিকার শরীরেরমোহে না পরে তার মনের গুরুত্বদিন । শরীর বৃত্তিয়ভালোবাসা বেশিদিনটিকে থাকে না । মনথেকে ভালোবাসুন ।তাহলে দেখবেন একসময়অনায়াসেই তার শরীর মনদু’টোই পেয়ে যাবেন।নারীরা প্রকৃতিগত ভাবেইকোমল । তাই প্রিয়তমারসাথে কথা বলার সময়কখনো কঠোর হবেন না। নরমসুরে নারীর সাথে কথা বলুন।নারীরা খুব আবেগ প্রবণ ।তারা সবসময় পরিবার-পরিজননিয়ে থাকতে ভালোবাসে ।আপনার প্রিয় মানুষটিরপরিবারের প্রতি খেয়াল রাখুন। ঘনঘন খোজ খবর ।

Post Top Ad

Your Ad Spot

Pages