Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 30, 2017

একদিন মাটির ভিতরে হবে ঘর (বাংলা গানের লিরিক্স)

একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমারকেন বান্ধ দালান ঘররে মন আমারকেন বান্ধ দালান ঘরপ্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়েধরাধামে সবি রবে তুমি যাবে চলেবন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুতসকলি হবে তোমার পর রে মন আমারকেন বান্ধ দালান ঘরদেহ তোমার চর্ম চর গলে পচে যাবেশিরা-উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবেমণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ডমণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ডপড়ে রবে মাটির ও উপর রে মন আমারকেন বান্ধ দালান ঘররুপেরি গৌরবে সাজিয়াছ সাজসোন দানা কতা কি আর রাজকিয় পোশাকযেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবেগায়ে দিবে মার কিনুথন রে মন আমমারকেন বান্ধ দালান ঘররুপেরই গৌরবে সাজিয়াছ সাজসোনাদানা কত কি আর রাজকী পোষাকযেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবেগায়ে দেবে মার্কিন থান রে মন আমারকেন বান্ধ দালান ঘর

Post Top Ad

Your Ad Spot

Pages