Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

প্রতিদিন যে ৬টি কাজে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন নিজের ব্যক্তিত্ব

নিজের একটি সুন্দর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য কত কিছুই না করিআমরা। কিন্তু কেবল সুন্দর পোশাক আর স্টাইলিশ জীবন যাপনই কি ফুটিয়ে তোলে সুন্দর ব্যক্তিত্ব? একদম নয়। একজন মানুষের আকর্ষণীয় ব্যক্তিত্ব ফুটে ওঠে তাঁর কথা বলার ধরণে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে, তাঁর আচরণ সহ জীবন যাপনের নানা ক্ষেত্রে। আসুন, জেনে নিই সেই ৬ টি কাজ সম্পর্কে, যেগুলো প্রতিদিন চর্চা করলে আপনার ব্যক্তিত্ব হয়ে উঠবে সকলের চোখেই অত্যন্ত আকর্ষণীয়।সুন্দর বলুন, সুন্দর ভাবুন ও হাসুন প্রাণ খুলেকথা বলার ভঙ্গিটা সুন্দর হওয়া ব্যক্তিত্বের জন্য একটা অত্যন্ত ইতিবাচক দিক। আপনি যখন সুন্দর করে কথা বলবেন, যে কোন মানুষের মন আকর্ষিত হতে বাধ্য। সুন্দর করে কথা বলাটা একটু চর্চা করেই রপ্ত করুন। সেই সাথে মনে রাখুন সুন্দর ভাবনা। সুন্দর ভাবনা এমনিতেই আপনার কথাবার্তা সুন্দর রাখবে। সেই সাথে হাসুন প্রাণ খুলে। নিজের মনের কালিমা তো ধুয়ে মুছে যাবেই, সাথে অন্যের মনও ভালো করে দিতে পারবেন।নিজের কাজটি করুন খুব মন দিয়েএকজন ব্যক্তিত্ববান মানুষ কখনোই নিজের কাজ বা দায়িত্বে অবহেলা করেন না, করতে পারেনও না। বরং নিজের কাজটা ঠিকভাবে করা, নিজের দায়িত্ব ও কর্তব্য ঠিকভাবে পালন আপনাকে অন্যদের চোখে করে তোলে অনেক বেশি ব্যক্তিত্ববান।সেটাই বেছে নিন, যা আপনার জন্য মানানসইপোশাক হোক বা পারফিউম, খাদ্য হোক বা বন্ধু, ভালোবাসা হোক বা অন্য কোন সম্পর্ক- জীবনের সব ক্ষেত্রে শুধু সেটাই বেছে নিন, যা আপনার ও আপনার জীবনের সাথে মানানসই। যেমন ধরুন, আপনি একজন মধ্যবিত্ত মানুষ। কিন্তুসর্বদা ধনী ব্যক্তিদের মত আচরণ করার চেষ্টা করেন। এই কৃত্রিম আচরণ কিন্তু আপনাকে খাটোই করে, বড় করে না!নিজের ও জীবনের প্রতি একটি দারুণ পজিটিভ দৃষ্টিভঙ্গি গড়ে তুলুনহ্যাঁ, জীবনে চলতে গেলে কত ধরণের নেগেটিভ ভাবনা মনে আসে। নেগেটিভ ঘটনা, নেগেটিভ মানুষ ইত্যাদি কত কিছু আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু তাই বলে হতাশার আঁধারে ডুবে যাবেন না। মনের মাঝে নেগেটিভ ভাবনাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেবেন না। আমার এটা নেই ওটা নেই ইত্যাদি ভাবনা বাদ দিয়ে কী আছে আপনার ভাবুন, সেগুলোকেি উপভোগ করতে শিখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে, ব্যক্তিত্ব হয়ে উঠবে উজ্জ্বল।স্বাস্থ্য ও সৌন্দর্যটাও গুরুত্বপূর্ণকথায় বলে না, স্বাস্থ্যই সকল সুখের মূল? আপনি যখন শারীরিকভাবে সুস্থ সবল থাকবেন, সেটার ছাপ অবশ্যই পড়বে আপনার ব্যক্তিত্বে। অন্যদিকে অসুখে ভুগলে মানুষের মেজাজ এমনিতেইহয়ে যায় খিটখিটে ও রাগী ধরণের। একই ভাবে দেখতে আপনি যেমনই হোন কেন, এলোমেলো আর নোংরা থাকলে কখনোই অন্যের চোখে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না। এমনকি নিজের চোখেও নিজেকে ভালো লাগবে না।জীবনে একটু ঝুঁকি নেয়াও চাই কিন্তুঝুঁকি ছাড়া কি জীবন চলে? একটু ঝুঁকি না নিলে জীবনে বড় বড় অর্জনওযে হয় না। তাই জীবনে একটু আধটু ঝুঁকি নিতে শিখুন। সর্বদা ভয় পেয়ে পেয়ে মন খারাপ করে বাঁচতে গেলে একসময় আপনার ব্যক্তিত্বটাই হয়ে যাবে একজন মেরুদণ্ডহীন মানুষের।

Post Top Ad

Your Ad Spot

Pages