Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 23, 2017

সামুদ্রিক লবণ দিয়ে নানাভাবেই রূপচর্চা করার উপাই

লবণের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,সোডিয়াম এবং পটাশিয়াম ত্বকেরসুস্বাস্থ্যের জন্য দারুণ কার্যকর। শুষ্ক ওমলিন ত্বক প্রাণবন্ত করে তুলতে লবণেরজুরি নেই। সামুদ্রিক লবণদিয়ে নানাভাবেই রূপচর্চা করারযায়।ত্বকের প্রদাহ দূর করতে লবণ এবং মধুরমিশ্রণ একটি কার্যকরি প্যাক। দুইটেবিল চামচ লবণের সঙ্গে চারটেবিল চামচ মধু মিশিয়ে একটি ঘনপেস্ট তৈরি করতে হবে।মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে১৫ মিনিট অপেক্ষা করতে হবে।কিছুটা শুকিয়ে এলে গরমপানিতে একটি পাতলা কাপড়ভিজিয়ে মুখের ওপর ৩০ সেকেন্ডচেপে হালকাভাবে ঘষে বেশি করেপানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।এতে করে ত্বকের মৃত কোষউঠে আসবে এবং ত্বক পরিষ্কার হবে।মাথার ত্বকের মৃত কোষ দূর করতেও লবণব্যবহার করা যেতে পারে।তাছাড়া চুলে জমে থাকা অতিরিক্ততেলও শুষে নিয়ে মাথার চামড়ায়ফাঙ্গাস সংক্রমণের হাতথেকে বাঁচায় লবণ। মুখের দুর্গন্ধ দূরকরতে সাহায্য করে লবণ।বেকিং সোডার সঙ্গে লবণের মিশ্রণদিয়ে কুলি করলে ভালো মাউথ ওয়াশহিসেবে কাজ করবে।

Post Top Ad

Your Ad Spot

Pages