Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 6, 2017

যেসব কারণে আপনার সাধের SmartPhone এ ফোনে দ্রুত চার্জ হয় না | দেখুন কাজে লাগতে পারে

যেসব কারণে ফোনে দ্রুতচার্জ হয় নাস্মার্টফোন মানেই নানা আকর্ষণীয়ফিচারের সমারোহ। পাশাপাশি লোভনীয়সব অ্যাপ-এর দুনিয়া। কিন্তু স্মার্টফোননিয়ে বড় অভিযোগ হচ্ছে, চার্জ ফুরিয়েযায় দ্রুত। অবশ্য নানা ধরনের অ্যাপ আরইন্টারনেট ব্যবহারের জন্যই স্মার্টফোনেরচার্জ শেষ হয় দ্রুত।এছাড়া আরো একটি অভিযোগ হচ্ছে,স্মার্টফোনে চার্জ হয় ধীরগতিতে। এটাওকিন্তু নির্ভর করে ব্যবহারকারীদেরনিয়মমাফিক চার্জ ব্যবস্থার ওপর। কেননাবেশ কিছু ভুলের কারণে স্মার্টফোনে দ্রুতচার্জ হয় না। জেনে নিন স্মার্টফোনেধীরগতিতে চার্জ হওয়ার কারণগুলো।* চার্জের সময় ফোনে কথা: ফোন চার্জেবসিয়েও অনেকের কথা বলার অভ্যাসথাকে। এতে ফোনের চার্জ ভালোভাবে হয়না। আর ফোন চার্জে থাকাকালীন কথাবলাটা স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তাইসেই সময় কথা না বলাই ভালো। ফোনেরসুইচ অফ করে চার্জ দিলে সবচেয়ে ভালো।* চার্জের সময় অ্যাপ চালু রাখা: চার্জেদেওয়ার আগে দেখে নিন, সব অ্যাপ বন্ধরয়েছে কি না। অনেকসময় ফোন লকথাকলেও, অ্যাপ রানিং থাকতে দেখাযায়। এতে ফোনের চার্জ কমে যায়। আবারচার্জ দিলেও ভালোভাবে চার্জ হয় নাফোনে। বা পুরোপুরি চার্জ হতে অনেক সময়লাগে। তাই চার্জে বসানোর আগে ফোনঅন থাকলেও ফেসবুক, টুইটারের মতো অ্যাপলগআউট করেছেন কি না দেখে নিন।* চার্জের সময় কানেক্টিভিটি চালু রাখা:ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ডাটাকানেকশন ইত্যাদি ফিচারগুলো অনেকসময়ই দেখা যায় কাজ শেষে অনেক সময়ইবন্ধ করা হয় না। এগুলো চালু থাকলেফোনের চার্জে ব্যাঘাত ঘটে। অতএবফোনের চার্জ ঠিক রাখতে হলে ব্যবহারেরপর সময়মতো সমস্ত অপশন বন্ধ করে দিন।* অ্যাডাপ্টার ব্যবহার করা: ফোন কিনলেতার সঙ্গে দেওয়া হয় চার্জারও। কিন্তুঅনেকেই সেই চার্জারের পরিবর্তেবাজার চলতি অ্যাডাপটার ব্যবহার করেনফোনে চার্জ দিতে। এতে ফোনের চার্জখুব ধীর গতিতে হয়। তাই কোনো কারণেফোনের চার্জার খারাপ হয়ে গেলে বাজরুরি প্রয়োজন থাকলে তবেই অ্যাডপটারব্যবহার করুন। অন্যথায়, এটি এড়িয়ে চলাইভালো। কারণ নিয়মিত অ্যাডাপটারব্যবহার করলে ফোন ও ফোনের ব্যাটারিরআয়ু কমে আসে।* নকল চার্জার ব্যবহার করা: আসল চার্জারদিয়ে সঠিক জায়গা থেকে ফোন চার্জ করুনসবসময়। অনেককেই ল্যাপটপ বা ডেস্কটপথেকে ফোন চার্জ করতে দেখা যায়। এতেকিন্তু চার্জ খুব ধীর গতিতে হয়। খেয়ালরাখুন, কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতেএভাবে চার্জ দিতে পারেন ফোনে। এটিআপনার সেকেন্ড অপশন হতে পারে। কিন্তুনিয়মিত আপনি এভাবে ফোন চার্জেবসাবেন না। তাহলে বেশিক্ষণ চার্জথাকবে না ফোনে।* ব্যাটারিতে সমস্যা: ব্যাটারি খারাপহলে ফোনে বেশিক্ষণ চার্জ থাকার কথানয়। তাই ফোনের ব্যাটারি পুরোনো হয়েগেছে কি না খেয়াল রাখুন সেদিকেও।আবার অনেক সময় নতুন ব্যাটারি কিনলেসেটিতেও কোনো ডিফেক্ট থাকতে পারে।তাই চার্জ বেশিক্ষণ না থাকলে বা চার্জনা হলে দেখে নিন ব্যাটারির কন্ডিশনও।* ইউএসবি পোর্টে সমস্যা: সবকিছু ঠিকথাকার পরেও চার্জ না হলে জানবেনআপনার ফোনের ইউএসবি পোর্টে কোনোসমস্যা আছে। হয়তো সেটি খারাপ হয়েগেছে। তাই ফোন ঠিকমতো চার্জ নিচ্ছেনা। সেক্ষেত্রে মোবাইল হার্ডওয়্যারপ্রফেশনালকে দেখিয়ে নিতে পারেনআপনার ফোনটি। অথবা যেতে পারেনসংশ্লিষ্ট সংস্থার কাছাকাছি কোনোসার্ভিস সেন্টারে। প্রথমে সার্ভিসিংসেন্টারে যাওয়াই ভালো।

Post Top Ad

Your Ad Spot

Pages