Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, November 12, 2017

কোন ফলের খোসা ত্বকের কী উপকার করে?

আমরা সব সময় ফলের খোসা ছাড়িয়ে ফেলে দিই। কিন্তু আমরা অনেকেই জানি না, এসব ফলের খোসা আমাদেরত্বকের জন্য কতটা জরুরি।ত্বককে নরম ও মসৃণ করতে এসব খোসা বেশ কার্যকর। এগুলো ত্বকের গভীরে গিয়ে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে।আপনি চাইলে ত্বকে সরাসরি ফলের খোসা ঘষে নিতে পারেন, আবার বেটেও লাগাতে পারেন। দুটোর ফলাফলই এক।কমলার খোসাকমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন-সি ও এ আছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। ভিটামিন-সি ত্বককে উজ্জ্বল করে, অন্যদিকে ভিটামিন-এ ত্বকের বলিরেখা ও কালো দাগ দূর করে। কমলার খোসা ব্রণও দূর করে সহজে।কলার খোসাকলার খোসা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এটি ত্বকের ক্লান্তি ভাব দূর করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।বেদানার খোসাবেদানার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের বলিরেখা দূর করতে কার্যকর। নিয়মিত ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পড়ে না।আলুর খোসাআলু যদিও ফল নয়, সবজি। এর খোসাও ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বককে উজ্জ্বল করে, ত্বকের কালচে ভাব দূর করে এবং চোখের নিচের কালো দাগদূর করে।লেবুর খোসালেবুর খোসা ত্বকে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এর সাইট্রিক এসিড ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে।আপেলের খোসাআপেলের খোসাতে পলিফেনল থাকে, যা ত্বকের মরা কোষ দূর করে এবং নতুন কোষ জন্মাতে সাহায্য করে।পেঁপের খোসাপেঁপের খোসায় আলফা হাইড্রোক্সি থাকে,যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটি ত্বকের কালো দাগ দূর করে এবংমরা কোষ দূর করে অনেক দ্রুত।

Post Top Ad

Your Ad Spot

Pages