Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 6, 2017

ছেলেদের সঙ্গে ডেটে যেতে বাড়িতে ৫টি মিথ্যা অজুহাতেরআশ্রয় নেয় মেয়েরা

বাঙালি অবিবাহিত তরুণীদেরবেশির ভাগেরইবাড়িতে পারিবারিকঅনুশাসনে থাকতে হয়। ফলে প্রেমিকেরসঙ্গে ডেটে যেতে তাদের বেশকিছুমিথ্যা অজুহাতের আশ্রয় নিতে হয়বর্তমানের মেয়েদের। এমন কিছু কমনঅজুহাত নিয়ে এই আয়োজন-১. অভিভাবকদের থেকে অনুমতি আদায়েমেয়েদের সবচেয়ে বেশি ব্যবহার করাঅজুহাত হলো পড়াশুনা। পড়াশুনারকেন্দ্রিক কোনো বিষয়ে কোনোঅভিভাবকই বাধা দেন না। তাই সন্ধ্যারপর রোমান্টিক ডেটে যাওয়ার ক্ষেত্রেমেয়েদের প্রধান অস্ত্র 'গ্রুপ স্টাডি'।বন্ধুর বাসায় গ্রুপ স্টাডির নামেরোমান্টিক ডেটের অভিজ্ঞতা নেই এমনকম মেয়েই আছেন।২. হঠাৎ করেই কোনো বন্ধুর জন্মদিন মনেপড়ে গেছে। কিংবা বন্ধুর বোন বাভাইয়ের জন্মদিনের পার্টি। ফলে যেতেইহবে। না হলে বন্ধু কী মনে করবেন।সন্ধ্যার ডেটের ক্ষেত্রে এমন অজুহাতকারও কারও ক্ষেত্রে কমন।৩. বন্ধু ফোন করেছে। বিকেল থেকে খুবজ্বর। ওর বাড়ির লোকজন আত্মীয়েরবাড়িতে গেছে। ফলে আজকের সন্ধ্যাটাওর কাছে না থাকলে সেটা ভালোদেখায় না। কিংবা হাসপাতালে অসুস্থবন্ধুকে দেখতে যাওয়া। ডেটের আগেমেয়েদের এমন অজুহাতে বারণ তো দূরেরকথা, অভিভাবকেরা ভাবেন, বাব্বাহ,তাদের মেয়ে কতো দায়িত্বশীল!৪. চাকরিজীবী বলে যে বাঙালিমেয়েরা অবাধ স্বাধীনতা ভোগ করেনতা কিন্তু নয়। তাদের ক্ষেত্রেও অনেকপারিবারিক বিধিনিষেধ রয়েছে। ফলেচাকরিজীবী মেয়েরা সন্ধ্যায় ডেটেরক্ষেত্রে প্রায়শই যে অজুহাতের আশ্রয়নেন সেটা হলো— অফিসে খুব কাজেরচাপ পড়ে গেছে। ফিরতে দেরি হবে।৫. বিউটি পার্লারে গেলে মেয়েদেরঘণ্টার পর ঘণ্টা লেগে যেতে পারে। তাইডেটে যাওয়ার ক্ষেত্রে এটা একটাকার্যকর অজুহাত। পার্লারে যাচ্ছি বলেবিকেলে বাসা থেকে বের হলে, যতদেরিই হোক বাড়িতে সন্দেহের কোনোঅবকাশ থাকে না।

Post Top Ad

Your Ad Spot

Pages