Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 27, 2017

ডিসেম্বরে নতুন ফোন আনছে শাওমি

শাওমি রেডমি নোট ৫ এর ছবি ফাঁসের পরে গুঞ্জন উঠেছে প্রতিষ্ঠানটি আরেকটি নতুন ফোন আনতে যাচ্ছে। ফোনটির নাম দেওয়া হয়েছে ‘শাওমি আর১’।ডিভাইসটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে উন্মোচন করা হতে পারে। ইতোমধ্যে ফোনটির রেন্ডার ছবি প্রকাশ করা হয়েছে।ফোন বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েডহেডলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।শাওমি আর ১ ফোনটি সাশ্রয়ী দামের ক্রেতাদের জন্য আনা হচ্ছে। রেডমি নোট ৫ থেকে কম মূল্যে পাওযা যাবে ডিভাইসটি। ধারণা করা হচ্ছে, ফোনটির মূল্য হতে পারে ২২৭ মার্কিন ডলার।রেন্ডার ছবিতে দেখা যায় ডিভাইসটিতে রয়েছে বেজেলহীন ফুলভিউ এইচডি ডিসপ্লে, যার রেশিও ১৮ অনুপাত ৩।ফোনটির ডিসপ্লের নিচের দিকে থাকছে না কোনো হোম বাটন। তবে পাওয়ার ও ভলিউম আপ-ডাউন বাটন আগের জায়গাতেই থাকছে।বর্তমানে সময়ের ট্রেন্ড ফুল ভিউ ডিসপ্লের ডিজাইন অনুযায়ী তৈরি করা হয়েছে ডিভাইসটি। যা অনেকটা হুয়াওয়ে নােভা ২ আই ও অপ্পো এফ৫ এর মতোই দেখতে। মিডরেঞ্জ ফোনের বাজারে হুয়াওয়ে ও অপ্পোর সঙ্গে ফোনটি প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

Post Top Ad

Your Ad Spot

Pages