Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, November 12, 2017

অপরাজিতা [নারীদের জন্য টেলিটকের বিশেষ প্যাকেজ]

ফিচার:বিনামূল্যে নতুন সংযোগ। ৯৯টি এফএনএফ।২৯ বা ৯৯ টাকা রিচার্জে সর্বনিম্ন কলরেট১জিবি-৮টাকা, ২জিবি-১৪টাকাএসএমএসঃ ৪০ পয়সা/যেকোন অপারেটরেস্টার্ট-আপ বোনাসঃ ১। গ্রাহক ১০ টাকা প্রিলোডেড এমাউন্ট হিসেবে পাবেন।২। প্রিলোডেড অ্যামাউন্টের মেয়াদ ৯০ দিন।৩। গ্রাহক ১ জিবি ডাটা, ১০ মিনিট অন-নেট এবং ৫ মিনিট অফ-নেট ফ্রি পাবেন।৪। ফ্রি মিনিট ও ডাটার মেয়াদ অ্যাক্টিভেশনের দিন থেকে শুরু করে ৭ দিনস্পেশাল ডাটা অফারঃ১। অপরাজিতা গ্রাহক ৮ টাকায় ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি ডাটা সিম অ্যাক্টিভেশনের তিন মাসে যতবার খুশি ততবার উপভোগ করতে পারবেন। মেয়াদ ৭ দিন।২। অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবেনা।৩।রিচার্জ অ্যামাউন্টে ভ্যাট,সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত।২৯ টাকায় রেট কাটারঃ১। ২৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।।২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৭ দিন।৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল কলরেটে ফিরে যাবেন।৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্য।৯৯ টাকায় রেট কাটারঃ১। ৯৯ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহক ৩০ পয়সা/মিনিট অন-নেট ও ৬০ পয়সা/মিনিট অফ-নেট কলরেট উপভোগ করতে পারবেন।।২। সর্বনিম্ন কলরেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।৩। মেয়াদ শেষ হবার পর গ্রাহক মূল ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।৪। ১ সেকেন্ড পালস প্রযোজ্যশর্তাবলীঃ১। শুধুমাত্র নারী গ্রাহকগণ অপরাজিতা প্যাকেজ ক্রয় ও মাইগ্রেট করতে পারবেন।২।অপরাজিতা প্যাকেজে মাইগ্রেট করারজন্য নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।৩।সর্বনিম্ন মূল্যের ডাটার মেয়াদ ৩ মাস।

Post Top Ad

Your Ad Spot

Pages