Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 9, 2017

জীবনে ভালো থাকার জন্য যা করতে হবে

জীবনে ভালো থাকার জন্য যা করতে হবে“জীবনে যা ঘটেছে, তা ভালো হয়েছে। যা হচ্ছে,তা-ও ভালো হচ্ছে। আর ভবিষ্যতে যা ঘটবে, তা-ওভালোই হবে”☛নিজেকে কখনও অন্যের সাথে তুলনা করবেন না।☛নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন।সবকিছুকে পজেটিভ ভাবে গ্রহন করতে চেষ্টা করুন।☛নিজেকে নিয়ে এবং কাছের মানুষদেরকে নিয়েঅনর্থক বেশি দুঃচিন্তা করবেন না। মনে রাখবেন,দুঃশ্চিন্তা কখনোই সমস্যার সমাধান করবেনা।☛নিছক আড্ডা দিয়ে সময়ের অপচয় করবেন না।☛শত্রুতা এবং অন্যের প্রতি ঘৃণা বজায় রাখবেন না।এতে কেবল দুঃশ্চিন্তা বাড়ে এবং মানসিক শান্তিনষ্ট হয়, যা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতেপারে।☛নিজের এবং অন্যের অতীতের ভুল থেকে শিক্ষানিন, শিক্ষাকে মনে রাখুন, ভুলকে ভুলে যান।অতীতের ভুল নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটিকরেতিক্ততা বাড়িয়ে বর্তমানের সুন্দর সময়কে নষ্টকরবেন না।☛মনে রাখবেন, জীবন একটি বিদ্যালয় যেখানেআপনি শিখতে এসেছেন। জীবনের যত সমস্যা তা এইবিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, এ নিয়ে তাইচিন্তা না করে বীজগণিতের মত সমাধানের চেষ্টাকরুন।☛প্রচুর পরিমাণে হাসুন এবং সবসময় হাসিখুশীথাকার অভ্যাস করুন। সেই সাথে অন্যদেরকেওহাসিখুশী রাখতে চেষ্টা করুন।☛জীবনের সব ক্ষেত্রে জয় লাভ করা অসম্ভব। তাইহার মেনে নিতে প্রস্তুত থাকুন। এটাও আপনার একটামানসিক বিজয়।☛অন্যের দোষ-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখারচেষ্টা করুন।☛অন্যেরা আপনাকে নিয়ে কি ভাববে তা নিয়েচিন্তিত হবার কিছু নেই। নিজের কাজ করে যানআত্মবিশ্বাস নিয়ে।

Post Top Ad

Your Ad Spot

Pages