Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 30, 2017

উজ্জ্বল ত্বক পেতে ঘরোয়া প্যাক

ত্বক সুন্দর ও উজ্জ্বল করতে আমরা অনেক কিছুই করি। অনেকেই একটু সময় পেলেই পার্লারে দৌড়াঁই। কিন্তু উজ্জ্বল ত্বকের জন্য পার্লার বা ত্বক ফর্সা করার ক্রিমের দরকার নেই। কেননা আমাদের ঘরেই এমন অনেক উপাদান আছে যা ব্যবহার করে কম খরচে ও সময়ে সুন্দর-উজ্জ্বল ত্বক পেতেপারি। তাই আর অযথা টাকা নষ্ট না করে হয়ে উঠুন প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বকের অধিকারী।উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া কিছু প্যাক-১. ১ কাপ ঠাণ্ডা চায়ের পানি, চালের গুঁড়া ২ চামচ, ১/২ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। চালের গুঁড়া খুব ভাল স্ক্রাবার হিসেবে কাজ করে এবং মধু ত্বকে মশ্চারাইজ করতে সাহায্য করে। মাস্কটি প্রায় ২০ মিনিট বা তার বেশি সময় মুখে লাগিয়ে রখুন। যতক্ষণ না প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে আসে। ভালো করে ম্যাসেজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।২. ১ চামচ ওটস (গরম করে গুঁড়ো করে নিন) ও ১ চামচ লেবুর রস দিয়ে একটি মিশ্রন বানিয়ে মুখের লাগান। ২০ মিনিট পর পানিদিয়ে ধুয়ে ফেলুন।৩. আটা, হলুদ, লেবু রস, ও দুধ ১ চামচ করে নিয়ে ভিলো করে মেশান। ৫ মিনিটের জন্য প্যাকটি মুখে আলতো করে স্ক্রাবিং করুন এবং পরে ২০ মিনিটের জন্য শুকাতে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।৪. হলুদ ও তাজা টমেটো পেস্ট করে মিশ্রণ তৈরি করুন। এটি শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ঘরে তৈরি করা খুব সহজ এবং এর ফলও খুব ভালো পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে শুধু টমেটো পেস্ট করেও ত্বক ম্যাসেজ করতে পারেন। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।৫. হলুদ দিয়ে ফেস প্যাক একটি সব সময় জনপ্রিয়। হলুদ দিয়ে প্যাক বানাতে ময়দা (স্ক্রাবার), হলুদ এক চিমটি (ত্বকে উজ্জ্বল করতে)ও দুধ (মশ্চারাইজার)লাগবে। ময়দা, হলুদ ও দুধ এক সঙ্গে মেশান এবং প্যাকটি ৫ মিনিটের জন্য আপনার মুখে আলতো করে স্ক্রাব করুন এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। শুকিয়ে এলে পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।৬. শুকনো কমলালেবুর খোসা এবং দই দিয়ে তৈরি করতে পারেন খুবই উপকারী প্যাক। খাওয়ার পরে কমলার খোসা না ফেলে শুকনোকরে রাখুন। ১ চামচ কমলার খোসার গুঁড়োরসঙ্গে ১ চামচ দই মিশিয়ে নিন। প্যাকটি ১৫-২০ মিনিটের জন্য আপনার মুখে লাগিয়েশুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে নিন।৭. ১ চামচ দইয়ের সঙ্গে ১ চা চামচ লেবুর রস ভাল করে মেশান। মিশ্রনটি ১৫-২০ মিনিটের জন্য আপনার মুখে প্রয়োগ করুন। শুকিয়ে এলে ভালো করে ধুয়ে নিন। এটি আপনার ত্বকের শুধুমাত্র উজ্জ্বলইকরবে না এ আপনার ত্বকে যদি ব্রণ চিহ্ন বা কোন কাল দাগ থাকে তা কমাতে সাহায্য করবে।৮. ১ কাপ দুধ বা দুধের গুঁড়ার সঙ্গে মধু ও লেবুর রস ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এইভাবে পেঁপে ও মুলতানি মাটির প্যাকও ব্যবহার করতে পারেন।৯. ফল খাওয়ার সময় এর কিছু অংশ মুখে লাগাতে পারেন। এতে ত্বক ভিতর থেকে উজ্জ্বল ও ফর্সা হবে।১০. লেবুর রস, গোলাপ জল ও ঠাণ্ডা পানি মিাশিয়ে স্প্রে তৈরি করুন। প্রতিদিন এটি ব্যবহারে ত্বক ফ্রেশ এবং ঠান্ডা থাকবে।

Post Top Ad

Your Ad Spot

Pages