Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, November 7, 2017

পঁচিশ বছর বয়সে কোটিপতি হতে চান? এ টিপসগুলো অনুসরণ করুন

পৃথিবীর অন্য সবার মতই আপনিওকোটিপতিহতে চান? কিন্তুসঠিক ও স্পষ্ট দিকনির্দেশনার অভাবে নিশ্চয়ই কোনগতি খুঁজে পাচ্ছেন না। ইন্টারনেটে'কিভাবে অল্প বয়সে সম্পদশালী হওয়াযায়' এমন আর্টিকেল পড়ে পড়ে মুখস্ত করেফেলেছেন কিন্তু আদৌ কোন লাভ করতেপারেন নি? নিরাশ কিংবা মনঃক্ষুণ্ণহওয়ার কিছু নেই। সম্পদশালী হওয়া কিন্তুরাতারাতি কোন ব্যাপার নয়। এটি একটিজীবন-দর্শন। সুতরাং, সম্পদশালী হবারজন্য আপনাকে নির্দিষ্ট কিছু কৌশলঅবলম্বন করতে হবে। খুব একটা শক্ত নয়কিন্তু ব্যাপারটি, প্রয়োজন শুধু একটিস্পষ্ট মানসিকতা এবং সঠিক জীবন-ব্যবস্থার। চলুন তবে কথা না বাড়িয়েকৌশলগুলো সম্পর্কে জেনে আসা যাক।নিজস্ব ছোটখাটো ব্যবসা শুরু করুনআপনার ব্যবসা যেন সফল হয় এবং আপনিযেন একজন সফল ব্যবসায়ী হিসেবেসকলের মাঝে সমাদৃত হতে পারেন,সেজন্যে নিম্নোক্ত কিছু পয়েন্ট মাথায়রাখুনঃ- আপনি যা-ই করছেন, সেটিকেভালোবাসুন। এমন কোন বিষয়ে ব্যবসা শুরুকরুন যেটির ব্যাপারে আপনি যথেষ্টআগ্রহী এবং সম্পূর্ণ ধ্যান-জ্ঞান একইকাজে লাগাতে পারবেন। এটিপ্রত্যেকটি সফল ব্যবসায়ীর একটিসাধারণ বৈশিষ্ট্য।- নিজের ব্যবসায়কে গুরুত্ব দিন। প্রতিমাস কিংবা নির্দিষ্ট সময়ের জন্য একটিলক্ষ্য নির্ধারণ করুন এবং সে অনুযায়ীকাজ করতে থাকুন। সর্বদা চোখ-কানখোলা রাখুন এবং যেখানে যেভাবেপারেন ব্যবসায় সম্পর্কিত তথ্য সংগ্রহকরতে থাকুন। এক্টু-আধটু ভুল হলেওকোনভাবে ভেঙ্গে পড়বেন না, বরং ভুলথেকেই শেখার মানসিকতা পোষণ করুন।- ব্যবসায় পরিকল্পনার কৌশল অনুসরণেরচেষ্টা করুন। আজ থেকে পাঁচ বছর কিংবাদশ বছর পর আপনি আপনার ব্যবসায়কেকোন পর্যায়ে দেখতে চান, তার ছক আজইকেটে ফেলুন। সুপরিকল্পিত উপায়েএগোলে সমগ্র ব্যাপারটিই সহজ মনে হবেআপনার কাছে।নতুন নতুন আইডিয়ার উদ্ভাবন করুনদর্শনবিদ্যায় একটি কথা প্রচলিত আছেযে, 'একটি আইডিয়া কিংবা ধারণাআপনার সমগ্র জীবন বদলে দিতে পারে'।কথাটি কিন্তু একদম দিনের আলোর মতসত্য। এখানে কিন্তু কিভাবে অর্থউপার্জন করবেন সে ধারনার কথা বলাহচ্ছে না বরং জীবনের আর্থিক এবংসামাজিক বাধাসমূহ কিভাবে এড়িয়েচলবেন সে উপায়ের দিকে ইঙ্গিত করাহয়েছে।উদাহরণস্বরুপ বলা যায়- ল্যারি পেইজএবং সার্জি ব্রিন গুগল উদ্ভাবন করেছেন।মার্ক জাকারবার্গ ফেসবুক, লালিতমোদি আইপিএল এর চিন্তা মাথায়এনেছেন, জ্যান কৌম হোয়াটসঅ্যাপআবিষ্কার করেছেন। আপনিও এমন কিছুধারনা মাথায় আনতে পারেন যেটিআপনার এলাকা, সমাজ কিংবা দেশেরজন্যে নতুন।ওয়েবসাইট কিংবা ব্লগ তৈরি করুনকোন বিষয়ের প্রতি আপনার অত্যধিক শখকিংবা আগ্রহ আছে? সেটি হতে পারেফুটবল, গাড়ি, কোন সেলিব্রিটি, গেইমখেলা, গান শোনা কিংবা যেকোনব্যাপার। প্রথমে একটি ব্লগ কিংবাওয়েবসাইট তৈরি করুন সে সম্পর্কে এবংনিজের মতামত ব্যক্ত করা শুরু করুনজনসাধারণের উদ্দেশ্যে। এক্ষেত্রে,উন্নত বিপণন ব্যবস্থার মাধ্যমে নিজেরব্লগকে একটি সমৃদ্ধ করে নিন।অভিজ্ঞ মার্কেটার হিসেবে যাত্রা শুরুকরতে হলে আপনার অবশ্যই একটিওয়েবসাইট থাকতে হবে যেখানে আপনিআপনার রিভিউ এর লিংকগুলো প্রকাশকরতে পারবেন।অল্প অল্প করে টাকা জমানোর অভ্যাসরপ্ত করুন আজ থেকেই, ছবি: কে এন দেয়া।অযাচিত খরচ করা বন্ধ করে ফেলুনঅতিরিক্ত ব্যয়বহুল পোশাক, জুতো,রোদচশমা কিংবা গহনার চলন্তবিলবোর্ড হবার কোন দরকার নেই।নিজস্ব বাড়ি এবং গাড়িকে এমনভাবেসাজানোর কী দরকার যখন সেটি আপনারমাসিক বাজেটকে অতিক্রম করে ফেলে?আপনি যদি সত্যিই সম্পদশালী হতে চানতবে এ অভ্যাস গড়ে তুলুন। আপনাকেঅবশ্যই অপ্রয়োজনীয় খরচ করা এড়িয়েচলতে হবে এবং প্রতি মাসেই নির্দিষ্টপরিমাণে কিছু অর্থ সঞ্চয় করতে হবে।আজ থেকেই না হয় শুরু করুন এ অভ্যাস?কঠোর পরিশ্রম করে ব্যক্তিগত আয় বৃদ্ধিকরুনশুনে ভড়কে গিয়েছেন? কীভাবেবাড়াবেন ব্যক্তিগত আয়? আপনি যদিনয়টা থেকে পাঁচটা পর্যন্ত চাকরী করেনতাহলে নিজের বর্তমান ক্যারিয়ারেরদিকেই মনোনিবেশ করুন। কর্মক্ষেত্রেব্যক্তিগত অর্জন ধীরে ধীরে উন্নত করারচেষ্টা শুরু করুন আজ থেকেই। চাকরীকেশুধুমাত্র আয়ের উৎস হিসেবে গ্রাহ্য নাকরে ক্যারিয়ার উন্নত করার সূচকহিসেবে গ্রহণ করুন। সম্পূর্ণ মনোনিবেশকরুন এটির প্রতি, তবেই আপনি ভালোকিছু করার আশা করতে পারবেন।আত্মবিনিয়োগ করুনপড়াশোনা শেষ করে সন্তোষজনক ডিগ্রীঅর্জন করুন। আপনি যদি পড়াশোনারপাশাপাশি কাজ করেন তাহলে সে আয়দিয়ে নিজস্ব খরচ নির্বাহ করুন। আপনিচাইলে নতুন কোন কাজ শিখতে পারেনকিংবা নতুনভাবে নিজের দিকেমনোযোগ দিতে পারেন। যেমন-স্বাস্থ্যমসম্মত খাবার খাওয়া,শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবংনিজেকে নতুনভাবে গড়ে তোলা।এ অভ্যাসগুলো গড়ে তোলার মাধ্যমেআপনি শুধুমাত্র নিজের আত্মবিশ্বাসএবং কর্মঠই করবেন না, বরং এর সঙ্গেআপনার প্রফেশনাল আয় বৃদ্ধি পাবে এবংআপনি খুব দ্রুত সম্পদশালী হয়ে উঠবেন।সঞ্চয়ী হোনঅন্য কোন কৌশল অবলম্বন করতে যত সময়ইনেন না কেন আপনি, এটি আজ থেকেইআরম্ভ করুন। বাবা-মা কিংবা শিক্ষকেরসঙ্গে আলোচনা করে দেখুন যে কোনপ্রক্রিয়ায় আপনি খুব দ্রুত সম্পদশালীহয়ে উঠতে পারবেন। প্রতি মাসে অন্তত১,৫০০ টাকা জমান এবং ধীরে ধীরে এরপরিমাণ বাড়ান। এক বছরের মধ্যেদেখবেন বেশ অনেক পরিমাণ টাকা জমেগিয়েছে। অযথা যেকোন খরচ বাদ দিলেখুব সহজেই কোন ধরনের ঝক্কি ছাড়াইআপনি অর্থ সঞ্চয় করতে পারবেন।বিনিয়োগ করার পরিকল্পনা করুনহাতের কাছে কিছু টাকা জমানোর পরসেগুলো বিনিয়োগ করার সুযোগ খুঁজুন।আমাদের আশেপাশে এমন অনেকসংস্থাই আছে কিন্তু সেগুলোর ব্যাপারেআমরা খুব একটা জানিনা। প্রযুক্তিসম্পর্কিত কোন স্টার্ট-আপ কোম্পানিকিংবা ছোটখাটো ব্যবসায়ে বিনিয়

Post Top Ad

Your Ad Spot

Pages