প্রত্যেক ব্যবহারকারীর জন্যই ২৮০ অক্ষরের মধ্যে টুইট লেখার সুবিধা চালু করেছে টুইটার।তাই এখন থেকে আর মনের কথা লিখতে টুইট সিরিজের বন্যা বইয়ে দিতে হবে না। একটিটুইটের মধ্যেই মনের ভাব প্রকাশ করা যাবে। এর আগে একটি টুইট কেবল ১৪০ অক্ষরের মধ্যেই লেখা যেতো।দীর্ঘদিন ধরেই টুইটার ব্যবহারকারীরাএই সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করে আসছিলেন। কিন্তু ২৮০ অক্ষরের টুইট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় দেখা গেছে মাত্র ৫ শতাংশ ব্যবহারকারীই ১৪০ অক্ষর অতিক্রম করে টুইট লিখেছেন।এবিষয়ে টুইটার আরও জানায়, অন্যান্য ভাষার চেয়ে জাপানিজ, চাইনিজ ও কোরিয়ানভাষায় কম অক্ষর লিখেই বেশি তথ্য দেওয়াসম্ভব। তাই পরীক্ষা-নিরীক্ষা পর্বে এই তিন ভাষা নিয়ে কোনো গবেষণা চালানো হয়নি।এদিকে, ২৮০ অক্ষরে টুইট লেখা নিয়েও অনেকে বিরূপ মন্তব্য করেছেন। কোনো কোনো ব্যবহারকরীর মতে, জায়গা বেড়ে যাওয়ায় মানুষ এখন অপ্রয়োজনীয় কথাই বেশি লিখবে। কেউবা আবার জানিয়েছেন, বেশি লিখলে টাইমলাইন ভরে যাবে। এতে টুইট পড়তে অসুবিধা হবে।গত সেপ্টেম্বর মাসে অক্ষর সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয় টুইটার। তখন থেকেই ২৮০ অক্ষর নিয়ে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।কম শব্দ খরচ করে টুইট করার নমুনা দেখালেন টুইটারের সিইও জ্যাক ডোরসি..
Post Top Ad
Your Ad Spot
Thursday, November 9, 2017
টুইট করা যাবে ২৮০ অক্ষরে
Tags
Internet Tips#
Share This
About Raihanul Haque
Internet Tips
Labels:
Internet Tips
Post Top Ad
Your Ad Spot
Author Details
----