Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 30, 2017

ফেজবুকে ভুয়া খবর চেনার ১০ কায়দা জানাল ফেসবুক

খবরের কাগজ, টেলিভিশনের পাশাপাশিপ্রতিদিনের খবরাখবর সংগ্রহের নতুনমাধ্যম হয়ে উঠেছে সামাজিকযোগাযোগের মাধ্যমগুলো। এতে যখন-তখনবিশ্বের যেকোনো প্রান্তে বসে পাওয়াযাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন খবর। তবেসমস্যাও আছে। সামাজিক যোগাযোগেরমাধ্যমগুলোতে প্রতিনিয়তই বাড়ছে ভুয়াখবর ও গুজব ছড়ানোর প্রবণতা। এতেবিভ্রান্ত হচ্ছেন পাঠক।এই বিপত্তি কিছুটা হলেও কমিয়ে আনতেপদক্ষেপ নিয়েছে ফেসবুক। যোগাযোগেরমাধ্যমটিতে ভুয়া খবর চেনার ১০ উপায়জানিয়েছে তারা। তারা ওই উপায়গুলোজানিয়ে দ্য টাইমস ও দ্য গার্ডিয়ানেরমতো জনপ্রিয় খবরের কাগজগুলোতেওবিজ্ঞাপন দিয়েছে বলে এক প্রতিবেদনেউল্লেখ করেছে সংবাদমাধ্যম বিবিসি।ফেসবুকে ভুয়া খবর চেনার সেই ১০ উপায়কী? চলুন, দেখে নেওয়া যাক একনজরে।১. খবর পড়ার আগে দেখে নিনশিরোনাম। কারণ, ভুয়া খবরেরশিরোনামগুলো অনেক সময় সন্দেহেরসৃষ্টি করে।২. খবর পড়ার আগে দেখে নিতে হবেসেটির ওয়েবসাইট ঠিকানা। অপরিচিতবা সন্দেহজনক কোনো ঠিকানা দেখলেখবরটি ভুয়া হওয়ার আশঙ্কাই বেশি।৩. খবরটির সূত্র বা সোর্স যদি অপরিচিতহয় অথবা কোনো সূত্র না থাকে, তাহলেওই খবরে বিশ্বাস না করাই ভালো।৪. ভুল বানান ও খবরটি সম্পাদনার ধরনদেখে সহজেই চেনা যেতে পারে ভুয়াখবর।৫. খবরে প্রকাশিত ছবিগুলো কতটুকুসংগতিপূর্ণ, তা বিবেচনায় আনতে হবে।কারণ, ভুয়া খবরে অনেক সময়অপ্রাসঙ্গিক ছবি দেওয়া হয়।৬. খবরে বর্ণিত ঘটনাটি কখন ঘটেছে,সেটা জানা জরুরি। ভুয়া খবরেরপ্রয়োজন হয় না সঠিক স্থান-কাল।৭. সঠিক প্রমাণ ছাড়া খবরের কোনোভিত্তিই থাকে না। তাই পড়ার আগেদেখে নিন, সঠিক প্রমাণ উপস্থাপন করাহয়েছে কি না।৮. কোনো খবর দেখে হুট করে বিশ্বাসকরার দরকার নেই। দেখে নিন অন্যসংবাদমাধ্যমের প্রতিবেদনের সঙ্গেসেটির মিল আছে কি না।৯. যে খবর পড়ছেন, সেটি কৌতুক নয় তো?বিশ্বাস করার আগে যাচাই করে নিন।১০. প্রকাশিত খবরটি মজা করে করাহতে পারে। তাই ওই খবরগুলোকে মজাহিসেবেই নিতে হবে। বিশ্বাস করারদরকার নেই।

Post Top Ad

Your Ad Spot

Pages