রাজধানী ঢাকার যানজটের খবর জানাবে গুগল ম্যাপ। এটি গুগল ম্যাপের একটি সেবা যার মাধ্যমে প্রধান ও মহাসড়কগুলোর রিয়াল টাইম ট্রাফিক অবস্থা জানা যায়।গতকাল শুক্রবার গুগল ম্যাপস ব্রাউজ করে রাজধানীর জ্যামের চিত্র প্রকাশের প্রমাণ পাওয়া যায়।গত বৃহস্পতিবার বিকাল থেকে ঢাকার রাস্তার জন্য চালু হয়েছে এ ম্যাপ।গুগল ম্যাপের ড্রপ ডাউন মেনুতে ট্রাফিক নামে একটা অপশন রয়েছে। এইটা প্রেস করলেই গুগল ট্রাফিক চালু হয়ে যাবে। ফিচারটি চালু করার পরে বিভিন্ন রংয়ের মাধ্যমে রাস্তার ট্রাফিকের মাত্রা বোঝানো হয়। সবুজ রং দিয়ে বোঝানো হয় রাস্তায় কোনো ট্রাফিক নেই, কমলা রং দিয়ে হালকা,লাল দিয়ে ট্রাফিক ডিলে এবং গাঢ় লাল রং দিয়ে বেহাল যানজট বোঝানো হয়। এই সেবা ব্যবহার করে মানুষ সহজে তার যাত্রাপথ ঠিক করে নিতে পারবে।তবে গুগল ম্যাপ এ জ্যামের খবর জানতে অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। সাথে থাকতে হবে ইন্টারনেট সংযোগ।গুগল সার্চ ইঞ্জিনে গুগল ম্যাপ সার্চ দিলে এ তথ্য জানা যাবে।এছাড়া গুগল ম্যাপস অপশন চালু করলে ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে।
Post Top Ad
Your Ad Spot
Sunday, November 12, 2017
ঢাকার যানজটের আপডেট এখন গুগল ম্যাপে
Tags
Internet Tips#
Share This
About Raihanul Haque
Internet Tips
Labels:
Internet Tips
Post Top Ad
Your Ad Spot
Author Details
----