Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, October 16, 2017

জীবনে তো অনেক রকমের কিস দেখেছেন সংজ্ঞাঃ “Kiss” কাকে বলে দেখেননি।

জ্যামিতি অনুসারে…“Kiss হচ্ছে দুইটা ঠোঁট এর ন্যূনতম দূরত্ব!!”ইকনমিক্সঃ“Kiss হচ্ছে এমন একটা জিনিশ যারচাহিদা সব সময় যোগান অপেক্ষাবেশি থাকে”ফিজিক্সঃ“এটা হচ্ছে মানবদেহকে চার্জ করারপদ্ধতি”কম্পিউটারঃ“ দুইটা দেহ এক টা আরেকটা এরসাথেসংযুক্ত! থাকে কোন ডাটাক্যাবল ছাড়াই!!”টাংকিবাজদের/রোমিওদের মতেঃ“Kiss এমন একটা জিনিস যা খাইতেওমজা আবার খাওয়াইতেও মজাই মজা!!”রসায়নঃ“দুটি মৌলের পারস্পারিক অবস্থানেরফলে উত্পন্ন ইলেকট্রন আদান এবংপ্রদান”একাউন্টিং:“দুটি ঠোঁটের ডেবিট ক্রেডিট !!!”যুক্তি বিদ্যাঃপ্রকৃতির নীয়মানুবর্তিতা নীতি এবংকার্যকরন নীয়মের উপর ভিত্তি করে দুইভিন্ন ব্যাক্তি স্বত্তার একটি বিশেষঅঙ্গের (সাধারণত ঠোট) এর মিশ্রনকেKiss বলে অভিহিত করা হয়।লুলবিদ্যাঃKiss হচ্ছে বৃহত্তর স্বার্থের উদ্দেশ্যেক্ষুদ্রতম পূর্বপ্রস্তুতিবিশিষ্ট সিরিয়াল কিসার এমরানহাসমির মতে“আমার ফ্লিমে যেই সিন দশবার করেদেখানো হয় সেটাই কিস”এহন ও যদি না বুজেন তাইলে উনারমার্ডার,মার্ডার টু,আশিক বানায়াআপ্নে!এইগুলা দিনে চৌদ্দবার করেদেহেন!

Post Top Ad

Your Ad Spot

Pages