Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 24, 2017

ছেলেদের যে ১০টি ভুলে প্রেম এসেও ভেঙে যায়

লাইফস্টাইল ডেস্ক : প্রেম শুরু করা যেমন কঠিন, তেমনই কঠিন সেই প্রেমকে টিকিয়ে রাখা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের ভুলেই ভেঙে যায় সম্পর্ক।১। সম্পর্কের শুরুতেই যদি প্রেমিকার খুঁটিনাটি বিষয় নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি করেন তবে সম্পর্ক আর এগোবেই না।২। প্রেমিকার সব কথা অক্ষরে অক্ষরে মেনে নেওয়াটা মেয়েরা একেবারেই ভাল চোখে দেখেন না। মুখে যতই বলুক।৩। সম্পর্কের অল্পদিনের মধ্যেই বেশি অধিকারবোধ দেখাতে গেলে হিতে বিপরিত হবে।৪। কাজের যতই চাপ থাকুক, মাঝেমধ্যে মেসেজ পাঠাতে হবে। অনেক ছেলেই ভেবে নেয় ‘সে’ আমার হয়ে গিয়েছে। ভুলে যায় চারা গাছে জল দিতে হয়।৫। আবার ঘন ঘন ফোন করে, মেসেজ পাঠিয়ে প্রেমিকাকে বিরক্ত করে দেন অনেকে। সহ্যের সীমা ছাড়িয়ে যায়।৬। সব সময় খরচ হলেই মানিব্যাগ বের করে ফেলাটা মোটেও ভালভাবে নেন না মেয়েরা। এতে তাঁদের ছোট করা হয়।৭। আবার বারবার বিল মেটানোর দায়িত্ব প্রেমিকার ঘাড়ে চাপানোও ঠিক নয়। কিপটে ভেবে পিঠটান দেবেন প্রেমিকা।৮। অতীত প্রেম নিয়ে বেশি কৌতূহল না দেখানোই ভাল। নিজেরটা যেমন চেপে গিয়েছেন, অপরের খোঁজ নেয়ওয়ারই বা দরকার কী!৯। পুরনো প্রেমিকের কথা জেনে গেলেও, তাঁর সমালোচনা করবেন না। এতে আপনার সম্পর্কেই খারাপ ধারণা তৈরি হবে।১০। শরীরের জন্য হ্যাংলামো একদম ঠিক নয়। অত তাড়া কীসের! বেশিরভাগ ছেলেই এইকরে প্রেম হারান।

Post Top Ad

Your Ad Spot

Pages