Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 17, 2017

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কীভাবে বুঝবেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না বোঝার উপায় হচ্ছে রক্তের শর্করার (গ্লুকোজ) মাত্রা পরীক্ষা করে দেখা। যদি খালি পেটে রক্তের শর্করার মাত্রা ৬.১ মিলিমোল/লিটার থাকে এবং খাওয়ার পর ৮.০ মিলিমোল/লিটার পর্যন্ত হয়, তবে ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণে আছে বলে মনে করতে হবে।আর খাবারের পর রক্তে গ্লুকোজের মাত্রা ১০.০ মিলিমোল/লিটার পর্যন্ত হলে ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে আছে বলে মনে করতে হবে। রক্তের গ্লুকোজের মাত্রা এরচেয়ে বেশি হওয়ার অর্থ হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তবে HbA1c পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস গত ৩ মাস যাবত সঠিক নিয়ন্ত্রণে ছিল কি নাতা জানা যায়। HbA1c যদি ৬.৫% পর্যন্ত থাকে, তবে ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে আছে বলে নিশ্চিত হওয়া যায়।এখন আমরা হিমোগ্লোবিন এ১সি (HbA1c) সম্পর্কে ধারণা নেয়া যাক:রক্তে গ্লুকোজের মাত্রা নির্ধারণ ছাড়াও অন্য একটি পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের অবস্থা সম্পর্কে জানাযায়। আমাদের রক্তের লোহিত রক্ত কণিকায় রয়েছে হিমোগ্লোবিন নামক একটি রাসায়নিক উপাদান। এই হিমোগ্লোবিনের গ্লোবিন নামক প্রোটিনের সাথে রক্তের কিছু গ্লুকোজ ধীরে ধীরে সংযুক্ত হয়। এইভাবে যে স্থায়ী পদার্থটি তৈরি হয়, তার নাম গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন এ১সি (HbA1c)। রক্তে এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের পরিমাণ নির্ভর করে রক্তে গ্লুকোজের মাত্রার উপর।সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে গ্লুকোজ বেড়ে যায় এবং সাথে সাথে বেড়ে যায় HbA1c। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্তের লোহিত কণিকাগুলো যেহেতু গড়ে ১২০ দিন বেঁচে থাকে, সেজন্যে HbA1c আমাদেরকে বিগত ৩-৪ মাসের রক্তের গ্লুকোজের মাত্রার গড় হিসেব বলে দেয়। সাধারণত HbA1c ৬.৫% বা তার কম থাকলে ডায়াবেটিস স্বাভাবিক আছে বলে ধরে নেয়া যায়।খালি পেটে রক্তের গ্লুকোজ :ভালো : ৪.৪-৬.১প্রান্তসীমা : ৭.৮ বা তার চেয়ে কমখারাপ : >৭.৮খাবারের পর রক্তের গ্লুকোজ :ভালো : ৪.৪-৮.০প্রান্তসীমা : ১০ বা তার চেয়ে কমখারাপ : > ১০.০HbA1c:ভালো : ১০.৫

Post Top Ad

Your Ad Spot

Pages