Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, October 7, 2017

২০১৭ সালের প্রকাশিত নোবেল পাওয়া ব্যক্তিদের নাম এবং তাঁদের অবদানঃ

ভর্তি পরীক্ষার্থীরা নোট করে নিন ২০১৭ সালের প্রকাশিত নোবেল পাওয়া ব্যক্তিদের নাম এবং তাঁদের অবদানঃ
.
||শান্তিতে নোবেল||
.
নামঃসুইজারল্যান্ড ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন বা আইক্যান।
.
অবদানঃ২০১৭ সালে জাতিসংঘে গৃহীত পরমাণু অস্ত্রবিরোধী চুক্তিতে ভূমিকার জন্য এ পুরস্কার পায় সংগঠনটি। বিডিলাভ২৪.কম
.
|||সাহিত্যে নোবেল|||
.
নামঃব্রিটিশ লেখক ক্যাজুয়ো ইশিগুরো।
.
অবদানঃতারঁ তীব্র আবেগময় উপন্যাসগুলো বাস্তব বিশ্বের মায়ার আড়ালে গভীর শূন্যতাকে উন্মোচন করেছে।
.
||| রসায়নে নোবেল(৩জন) |||
.
১.জ্যাকস ডুবোশেট (সুইজারল্যান্ড)।
২.জোয়াকিম ফ্রাংক (যুক্তরাষ্ট্রের)।
৩. রিচার্ড হ্যান্ডারসন (যুক্তরাজ্যের)।
.
অবদানঃ ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি নামের একটি কৌশল আবিষ্কার করেন তাঁরা, যার মাধ্যমে জৈবিক অণুগুলোকে হিমায়িত করে এর প্রতিচ্ছবি নেওয়া সম্ভব।
.
|||পদার্থবিদ্যায় নোবেল (৩জন) |||
.
১.রেইনার উইস (যুক্তরাষ্ট্রের)।
২.ব্যারি সি ব্যারিশ(যুক্তরাষ্ট্রের)।
৩.কিপ এস থর্ন(যুক্তরাষ্ট্রের)।
.
অবদানঃমহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণে অবদানের জন্য।
.
|||চিকিৎসা শাস্ত্রে নোবেল (৩জন) |||
.
১. জেফরি সি হল (যুক্তরাষ্ট্র)।
২. মাইকেল রসবাশ (যুক্তরাষ্ট্র)।
৩. মাইকেল ডব্লিউ ইয়ং (যুক্তরাষ্ট্র)।
বিডিলাভ২৪.কম
.
অবদানঃ মানুষের দেহঘড়ির স্পন্দন বা সারকাডিয়ান রিদম নিয়ন্ত্রণকারী মলিকিউলার সিস্টেম আবিষ্কারের জন্য।
.

.
ম্যানশন । শেয়ার

Post Top Ad

Your Ad Spot

Pages