Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, October 15, 2017

যৌনতায় বেশি তৃপ্তি পান প্রবীণরা : গবেষণা দেখেনিন।

যুবকদের চেয়ে প্রবীণরা যৌন মিলননিয়ে বেশি চিন্তা করেন ও তাঁরাযুবকদের চেয়ে বেশি উপভোগও করেনবিষয়টি।নতুন এক সমীক্ষার তথ্য বলছে,সমীক্ষাকারী সংস্থার দাবি, ৫০থেকে ৯০ বছর বয়সী প্রায় ছ’হাজার জনব্যক্তির উপর সমীক্ষা চালিয়ে তারাএই ফলাফল পেয়েছেন।গবেষণায় দেখা গেছে, ৩১ ভাগ মহিলাযাদের বয়স ৫০ থেকে ৯০ বছরের মধ্যেতাঁরা প্রতিমাসে অন্তত দু’বার যৌনমিলন করেন। অন্তত ৫৪ ভাগ পুরুষ প্রতিমাসে কমপক্ষে দু’বার সঙ্গিনীর সঙ্গেমিলিত হন। গবেষকরা বলছেন, সরাসরিতুলনা না করলেও দেখা গিয়েছে, ১৬থেকে ৪৪ বছর বয়সী ব্রিটিশনাগরিকরা মাসে তিনবার যৌন মিলনকরেন। গবেষকরা দেখেছেন, মহিলারাযত বয়স্ক হয় ততই তাঁদের যৌন তৃপ্তিরপরিমান বৃদ্ধি পায়। তবে পুরুষের বয়সবৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হারেতাঁদের যৌন তৃপ্তির পরিমান কমেযায়।যৌনতায় বেশি তৃপ্তি পান প্রবীণরা :গবেষণা

Post Top Ad

Your Ad Spot

Pages