Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 17, 2017

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর থেকে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষেস্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০, ১১ এবং ১৭, ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবারে ০৮টি ইউনিটের অধীনে ২৫ বিভাগে সর্বমোট ২ হাজার ৪৫৯ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থীকে ভর্তি করা হবে।বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা গেছে, শিক্ষার্থীরা ৪ অক্টোবর রাত ১২টা ০১ মিনিট থেকে ৩১ অক্টোবর, ২০১৭ তারিখ রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবে।এবারের ভর্তি পরীক্ষায় ইউনিটগুলো হলো- এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ। ডি ওই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর, এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর এবং সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।এ ইউনিটের বিভাগ হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বি ইউনিটেরবিভাগ হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা। সি ইউনিটের বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান। ডি ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি, বাংলা। ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং। জি ইউনিটের বিভাগ হলো আইন, এবং এইচ ইউনিটের অধীনে বিভাগ হলো কৃষি, ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স।এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায়১%, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী কোটায় ১% এবং পোষ্য কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করাহবে। এছাড়া ৫০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

Post Top Ad

Your Ad Spot

Pages