Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 24, 2017

পুরনো মোবাইলও দ্রুত চার্জ হবে, জেনে নিন সহজ উপায়

এক নজরে দেখে নিন, চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায়।Some tips for charging phone fasterদ্রুত চার্জ করে নিন ফোন। প্রতীকী চিত্র, ছবি- থিংকস্টকনতুন ফোন কেনার পরে চার্জিং নিয়ে সেভাবে সমস্যা হয় না। কিন্তু ফোন একটু পুরনো হতে শুরু করলেই সমস্যার সূত্রপাত। ফোনের ব্যাটারি চার্জ হতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়।একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলি মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভাল থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়।এই বিষয়ে অন্যান্য খবরএক নজরে দেখে নিন, চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায়—• ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন।• ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে।• যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলেঅত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়।• ফোন যদি অফ করে চার্জ দেন, তা হলেও সেটি দ্রুত চার্জ হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages