Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, October 16, 2017

খুশকি তাড়াতে ভিনেগার যা যা লাগবে

খুশকি নিয়ে বিপদে নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খুশকির জন্য দায়ী অন্যতম প্রধান কারণ হল মাথার ত্বকের মৃত কোষ।ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুনআবার অনেকের মাথার ত্বকে অতিরিক্ত তেল নিঃসৃত হওয়া ও জেনেটিক কারণেও খুশকি হতে দেখা যায়।খুশকিকে খুব হালকাভাবে না নিয়ে এটি প্রতিরোধ বা প্রতিকারের জন্য আপনার সচেতন হওয়া দরকার।জেনে নেয়া যাক কী করে ঘরে বসে আপনার মাথার খুশকি সমস্যার সমাধান করবেন।খুশকি তাড়াতে ভিনেগারযা যা লাগবে-১ কাপ গরম পানি১ কাপ হোয়াইট ভিনেগার১ টি কাপপদ্ধতি১ টি কাপে গরম পানি আর ভিনেগার নিয়ে ভালোভাবে মিশান। এবার এই মিশ্রণ নিয়ে আপনার চুলের গোঁড়ায় সুন্দর করে লাগিয়ে নিন।এটা লাগিয়ে রাখার ১০ থেকে ২০ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবে আপনি সপ্তাহে এক থেকে দুই বার এই পদ্ধতি অনুসরণ করলে খুশকিকমে আসবে আশা করি তবে আপনি আপনার চুলে খুশকির উপস্থিতি বুঝে এটি ব্যবহার করুন।আর একটা ব্যাপার মনে রাখবেন আপনার চুলের পরিমাণ বুঝে এই দুই উপাদানের মিশ্রণ কম বেশি ইচ্ছে মতো বানাতে পারেন।খুশকি তাড়াতে বেকিং সোডাযা যা লাগবে-১ টেবিল চামচ বেকিং সোডা১ কাপ গরম পানিকয়েক ফোটা রোজমেরি অয়েল(বাধ্যতামূলক নয়)পদ্ধতিপ্রতি ১ টেবিল চামচ বেকিং সোডার সাথে১ কাপ গরম পানি মিশিয়ে তা একটি বোতলে পুরে ভালোভাবে ঝাকিয়ে নিন।রেগুলার শ্যাম্পু করার আগে এই মিশ্রণ দিয়ে আপনার চুল ধুয়ে নিন আবার আপনি চাইলে শ্যাম্পুর সাথে এই মিশ্রণ মিশিয়ে নিয়ে শ্যাম্পু করতে পারেন।প্রথমে হয়তো এতে আপনার চুল কিছুটা ড্রাই লাগতে পারে কিন্তু আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে যাবে। আর রোজমেরি তেলটা এখানে অপশনাল।আপনি চাইলে ব্যবহার করতে পারেন আবার না চাইলে করবেন না। তবে রোজমেরি তেল খুশকি তাড়াতে সহায়তা করে তাই আপনি এই মিশ্রণ রেডি করার সময় কয়েক ফোটাতেল নিতেই পারেন।

Post Top Ad

Your Ad Spot

Pages