Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, October 20, 2017

এখন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যালের‘জুম সার্ভিস’।

পোস্ট টা আমার লেখা নয় অন্য জায়গা থেকেনেওয়া যারা জানেন না তাদের জন্য।বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলঅনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন(পেমেন্ট) ব্যবস্থা পেপ্যালের ‘জুম সার্ভিস’।বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধুআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এইসেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টাসজীবওয়াজেদ জয়।‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’ এর দ্বিতীয়দিনে এই অনুষ্ঠানের আয়োজন করেতথ্যপ্রযুক্তি বিভাগের লার্নিং এন্ডআর্নিংডেভেলপমেন্ট প্রকল্প।সজীব ওয়াজেদ জয় বলেন, পেপ্যালের ‘জুমসার্ভিস’ এর মাধ্যমে দেশের বাইরের পেপ্যালঅ্যাকাউন্টধারীরা সহজেই তার অ্যাকাউন্ট থেকেসরাসরি বাংলাদেশী জুম গ্রাহকের একাউন্টে অর্থপাঠাতে পারবেন (ইনবাউন্ড)।এই টাকা সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশেরব্যাংকে চলে আসবে। ১০০০ ডলারের নিচেআসলে ৫ ডলার এবং এর বেশি আনলে কোনচার্জ দিতে হবে না।

Post Top Ad

Your Ad Spot

Pages