Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 24, 2017

শারীরিক মিলনের সময় নারীর যেসবশব্দে পুরুষরা পাগল হয়

নারী-পুরুষের শারীরিক মিলন এমনএকটি বিষয় যা মানুষকে আনন্দ দেয়।শুধু আনন্দই নয়, বিশেষজ্ঞরা বলেন,এতে মানসিক প্রশান্তিও আসে।একজন নারী ও একজন পুরুষ যখনশারীরিক সম্পর্কে আবদ্ধ হন তখনবিভিন্ন ধরনের আবেদনময়ী শব্দকরেন। এই শব্দ একে অপরের মধ্যে আরওবেশি আবেগের সৃষ্টি করে।সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে,শারীরিক সম্পর্কের সময় এমন মধুর শব্দশুধু নারীরাই করতে পারেন। পুরুষরা যেশব্দ করেন তা নারীদের কাছে ‘কর্কশ’মনে হয়। নারীরা পুরুষের এমন শব্দে খুববেশি আলোড়িতও হন না। তবেনারীদের শব্দ পুরুষদের পাগল করেতোলে।মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানীসুশান হাগ বলছেন, ‘সেক্সুয়াল সাউন্ডহচ্ছে এমন শব্দ যা জোরে শোনা যায়না, নিঃশ্বাসের সঙ্গে প্রবাহিত হয়।নারীদের এমন শব্দ পুরুষকে আন্দোলিতকরে।’তিনি আরও বলেন, ‘নারী ও পুরুষ তাদেরমধ্যে যৌনমিলনের সময় অনেকসময়অবচেতনভাবেই শব্দ করেন। এটিতাদের আরও প্রশান্তি দেয়। তবে এমনশব্দ করতে পুরুষরা বেশি দক্ষ নন।এক্ষেত্রে নারীরাই বেশি পারদর্শী।’

Post Top Ad

Your Ad Spot

Pages