Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 17, 2017

প্রায় সবারই শ্যাম্পু করার সময় এই ৫টি সাধারণ ভুল হয়ে থাকে জানেন কি সেগুলো?

যে রাঁধে, সে নাকি চুলও বাঁধে। কিন্তু সে যে চুলেসঠিকভাবে শ্যাম্পুও করতে পারবে তা বলা যায় না।কারণ বিউটিশিয়ানরা বলছেন, প্রতিদিনের ধুলো-ময়লায় বিপর্যস্ত চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাটাঅপরিহার্য। সবাই প্রতিদিনই চুলে শ্যাম্পু করেন। অথচএ কাজে প্রায় সবারই ৫টি সাধারণ ভুল হয়ে থাকে।১. আপনি একই ব্র্যান্ড সারা বছর ব্যবহার করেনচুল বিশেষজ্ঞ মারিও রুশো বললেন, প্রতিদিন চুলেশ্যাম্পু নেওয়া যথেষ্ট। সেইসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডেরশ্যাম্পু ব্যবহার করা ভালো। একেক শ্যাম্পু একেককাজে ভালো। তাই দু’মাস পরপর শ্যাম্পুবদলান।২. শ্যাম্পু করার আগে চুল ভেজা থাকে নাশ্যাম্পু চুলে লাগানোর আগে গোটা মাথাভালোভাবে ভিজিয়ে নেওয়া উচিত। নয়তো শ্যাম্পুপুরোপুরি মেশে না। তাই চুল ভিজিয়ে নিন।৩. মাথার একই স্থানে প্রতিদিন শ্যাম্পু করাখেয়াল করে দেখবেন, আমরা সাধারণত মাথারএকেবারে মাঝখান থেকে শ্যাম্পু লাগানো শুরু করি।অথচ মাথায় এ অংশের ত্বক অনেক শুকনো এবংপাতলা থাকে। তাই অন্য কোথাও থেকে শ্যাম্পুলাগানো শুরু করুন।৪. আঙুলের শক্তিপ্রয়োগে ম্যাসেজচুলের ময়লা ভালোভাবে তুলতে অনেকেই জোরপ্রয়োগ করে চুলে শ্যাম্পু ঘষতে থাকেন। এতে চুলেরগোড়া নরম হয়ে যায় এবং চুল ভেঙে যায়। তাইআঙুলের জোর দিয়ে শ্যাম্পু ম্যাসেজের প্রয়োজননেই। হাতের তালু দিয়ে ধীরে ধীরে ম্যাসেজ করুন।৫. বেশি গরম পানিতে মাথা ধোয়াঅতি গরম পানিতে মাথা ধুলে ত্বক শুকনোহয়ে যায়।এতে উকুন এবং খুশকি জন্মাতে পারে। তাইস্বাভাবিক উষ্ণতার পানি দিয়ে গোসল।

Post Top Ad

Your Ad Spot

Pages