আজ আমি আপনাদের সাথে শেয়ার করবকিভাবে নিজের Android মোবাইল কেভালো রাখা যায়।আমরা অনকেই আছি মোবাইলের তেমনযত্ম নেই না আবার অনকেই চিন্তা করেফোনটি কে ভাবে ভালো রাখা যায় তাইআমার এই ছোট ১০ টি টিপস।করণীয়1.মোবাইল কখনও ই চার্জে দিয়ে ব্যবহারকরা যাবে না এর ফলে ব্যাটারি নষ্ট হয়েযায় চার্জ বেশিক্ষণ থাকে না।2.অপ্রয়োজনীয় অ্যাপ আন-ইন্সটল করেরাখুন-এর ফলে আপনার ফল আরো দ্রুত কাজকরবে।3.আপনার মোবাইলের রামের উপর ভিতিকরে গেম খেলুন, কখনও বড় সাইজের গেম৫১২,২১২ রাম ওয়ালা মোবাইল বড় সাইজেরগেম না খেলায় ভালো এতে ফোন ধীরগতির হতে থাকে।4.মোবাইলের ফোন মেমরি তে কিছুরাখবেন না। কারণ ফোন মেমরি ফাঁকাদেখা গেলেও এই টার মধ্যে দিয়ে অনেককাজ করা হয়। আপনার ইতিমধ্যেইদেখেছেন মেমরি বা ফোন মেমরি তেকিন্তু অটোমেটিক Android নামে ফোল্ডারতৈরী হয় হতে অনেক ফাইল থাকে আপনিকখন কি করছেন সব ঐটার মধ্যে সেভ হয়থাকে। তাই আমার মতে ফোন মেমরি তেকিছু না রাখা উওম।5.কিছুক্ষন পর পর আপনার ফোনকে বুস্টকরতে পারেন, প্লে স্টোর অনেক ভালোভালো অ্যাপ আছে।6.শুধু মাত্র প্রয়োজনীয় অ্যাপলিকেশন সমূহইনস্টল করুন। ইন্টারনাল স্পেস যতটুকু ফাঁকারাখা সম্ভব ততই ভালো। মাঝে মাঝেক্যাশ পরিষ্কার করুন, তবে সাবধান! এইপ্রসেস করতে গিয়ে অনেকেই ভুলেপ্রয়োজনীয় তথ্য হারিয়ে ফেলে।7.সবসময় হালকা লঞ্চার ব্যবহার করবেন।হালকা বলতে আমি সিম্পল বোঝাতেচাইছি, যেমন অ্যাপেক্স বা নোভা।ব্যাটারি সেভার, র্যামক্লিনার, ক্যাশক্লিনার -ইত্যাদি টাইপের অ্যাপ এবংউইজেট আন-ইন্সটল করুন।8.মাঝে মাঝে প্রয়োজনীয় ডাটা ব্যাক-আপ রেখে ফ্যাক্টরি রিসেট করুন।9.ব্যবহার করতে পারেন ফ্লিপ-কভার বাবিভিন্ন ধরনের কভার। এতে করে আপনারডিসপ্লে তো বটেই বরং ফোনটিরও একটাআলাদা সুরক্ষা লেয়ার সৃষ্টি হবে। হঠাৎহাত থেকে ডিভাইসটি পরে গেলে শকথেকে কিছুটা হলেও রক্ষা করবে।10. এখনতো বলা নেই কওয়া নেই হুটহাটবৃষ্টি নামে! বৃষ্টি তো আপনি থামাতেপারবেন না তাইনা? এজন্যে পলিথিনরাখতে পারেনসাথে, যেন হঠাৎ বৃষ্টিতে যদি আপনিবাইরে থাকেন তখন ডিভাইসটি রেখেদিতে পারেনতার মধ্যে, এক্ষেত্রে জিপ ব্যাগ ব্যবহারকরতে পারেন। খুবই কম, দেখতেও ভালোএবং বার বার ব্যবহারও করা যাবে।সবচেয়ে বড়সুবিধা হচ্ছে মানিব্যাগের মধ্যেইঝামেলা ছাড়া এঁটে যায়।উপরের টিপসগুলো খুব সহজেই করা সম্ভবএবং এগুলো চমৎকার কাজে দেয়। শুধু বাইরেফিটফাট রাখলেইতো হবেনা ভাই,ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,তাহলেই না হবে পরিপুর্ন স্মার্টফোন!Note:পোস্ট কোন ভুল থাকলে ক্ষমারদৃষ্টিতে দেখবেন।
Post Top Ad
Your Ad Spot
Sunday, October 15, 2017
আপনার Android ফোনকে কে ভালো রাখতে ১০টি করণীয় টিপস।
Tags
Android Mobile Tips#
Share This
About Raihanul Haque
Android Mobile Tips
Labels:
Android Mobile Tips
Post Top Ad
Your Ad Spot
Author Details
----