Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 18, 2017

ডোমেইন রেজিস্ট্রেশন কি?

একটি ওয়েবসাইট তৈরী করার প্রথম ধাপ হল একটি ডোমেইন নেম (যেটি ইতিপূর্বে কেউ নেয়নি) রেজিস্ট্রেশন করা। সকল প্রকার ডোমেইন নেমের সাথে একটি করে এক্সটেনশন যুক্ত থাকে। আমাদের সার্ভারে থাকা সবচেয়ে বেশী ব্যবহ্রত এক্সটেনশন সমুহ হল .com, .net,.org, .info, .biz, .us, .eu, .mobi, .tv ইত্যাদি।ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ধারাবাহিক ধাপ সমুহঃ*.আপনার পছন্দের ডোমেইন নেম খুজে বের করা।*.৩ থেকে ৬ ঘন্টার মধ্যে ডোমেইন নেম রেজিস্ট্রেশন এবং এক্টিভেশন সম্পন্ন করা।*.পেমেন্ট শেষে তাৎক্ষনিক ভাবে ডোমেইন কন্ট্রোল প্যানেল সেটআপ।*.পুর্নাঙ্গ ডোমেইন ম্যানেজমেন্ট টুলস, যেমনঃ ডিএনএস, নেম সার্ভার অ্যাড করা, লক-আনলক, ট্রান্সফার, কন্টাক্ট সম্পাদনা সহ আরও অনেক কিছু।*.ফান্ড যোগ করার মাধ্যমে সরাসরি আপনার একাউন্ট থেকে ডোমেইন ক্রয় করার সুবিধা।*.পুর্নাঙ্গ বিলিং সিস্টেম, মেয়াদ উত্তীর্ন প্রায় ডোমেইনের জন্য ইমেইল নোটিফিকেশন।ডোমেইন নেম বাছাই বা খুজে বের করার জন্য বা অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটCode For Hostভিজিট করুন।ডোমেইন নেম সাজেশন টুলসঃআপনি কি আপনার পছন্দের ডোমেইন নেম খুজে পাচ্ছেন না। তাহলে আপনাকে সাহায্য করার জন্য রয়েছে আমাদের ডোমেইন নেম সাজেশন টুল। অত্যাধুনিক এই টুল দিয়ে আপনি সহজেই খুজে পেতে পারেন আপনার পছন্দের ডোমেইন নেম। এজন্য প্রথমে এই লিঙ্কে যান। এরপর সেখানে দেওয়া ধাপ অনুসরন করুন। সহজেই খুজে পেতে পারেন আপনার পছন্দের ডোমেইন।

Post Top Ad

Your Ad Spot

Pages