Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, September 17, 2017

দক্ষিণ আফ্রিকার সফরে থাকছেন বাংলাদেশের তিন অধিনায়ক

বাংলাদেশি ক্রিকেটাররা আগামী ১৬ সেপ্টেম্বরদাক্ষণ আফ্রিকার সাথে ২টি টেস্ট, ৩টিওয়ানডে ও২টি টি-টোয়েন্টি খেলার লক্ষে ঢাকাছাড়বে। তবেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার তিন ফরম্যাটথেকে বাংলাদেশের তিন অধিনায়ক থাকবেন।মুশফিকুর রহিম নেতৃত্ব দিবেন টেস্টে, ওয়ানডে তেমাশরাফি বিন মুর্তাজা। অপরদিকে বিশ্বসেরাঅলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টিতেনেতৃত্ব দিবেন।বাংলাদেশে ক্রিকেট বোর্ড(বিসিবি) ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষনা করেছেন।দলে মাহমুদ উল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ওশুভাশিস রায় ফিরছেন। তবে নাসির হোসেন দক্ষিণআফ্রিকার সিরিজ থেকে বাদ পড়েছেন।বাংলাদেশসময় দুপুর ২.০০ টা থেকে টেস্ট সিরিজের ম্যাচ শুরুহবে। তবে সাকিব আল হাসান প্রথম টেস্টে মাঠেথাকছেন না। বিসিবি-র ক্রিকেটপরিচালনাবিভাগের প্রধান আকরাম খান এমনটানিশি। চত করেছেন। আকরাম খান জানান, সাকিবদক্ষিণ আফ্রিকার সাথে প্রথম ও দ্বিতীয় টেস্টখেলবেন না। সাকিবের বিশ্রামের জন্যই এসিদ্ধান্ত। কিন্তু সাকিব যদি চায় তাহলে দ্বিতীয়টেস্টে সে খেলতে পারবেন।দক্ষিণ আফ্রিকারবিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে যাদের জায়গাহয়েছে তারা হলেন, তামিম ইকবাল, সৌম্য সরকার,ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম,সাব্বিররহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদি হাসানমিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেনএবং শুভাশিস রায় চৌধুরী।

Post Top Ad

Your Ad Spot

Pages