Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 11, 2017

যে কারণে নিজের লক্ষ্যের কথা গোপন রাখবেন

আপনি কি কখনো খেয়াল করেছেন,আমরা প্রকৃত ধনী ব্যাক্তিদের জীবনসম্পর্কে তেমন কিছুই কিন্তু জানি না। আমরাতাদের অনেক কার্জকর্মই মেলাতে পারিনা। কেন একজন প্রাইভেট প্লেনেরমালিক যার কিনা অপূর্ব কোন দ্বীপেনিজস্ব ভিলাও আছে তিনি কেন পুরোনোপোশাক পরেন? আমরা হয়ত ভাবি তাদেরএধরণের কাজের কারণ তারা অনেকলোভী অথবা তারা লুকিয়ে বেড়ান যাতেকেউ তাদের ট্রাক করতে না পারেন। কিন্তুবাস্তব কারণ ভিন্ন।প্রকৃত সফলতা মানুষ এমনিই দেখতে পায়।সফল ব্যক্তিত্ব তা দেখিয়ে বেড়ান না।অযথা ঈর্ষা তৈরি করা, শত্রুর হাতে নিজেইঅস্ত্র তুলে দেওয়া এগুলো নিশ্চয়ইকোন বুদ্ধিমানের কাজ নয়, তাই না? নিজেরলক্ষ্য, অবস্থান সবসময় নিজের কাছেই রাখাউচিৎ। আসুন জেনে নিই কারণগুলো-নির্বিঘ্ন পথআপনার আশেপাশে অনেক শত্রু থাকতেপারে। তারা হয়ত বন্ধুর বেশেই আপনারকাছাকাছি থাকছে সারাক্ষণ। আপনার লক্ষ্যেরকথা আপনি যদি সবাইকে জানান তাহলে আপনারশত্রুরা বুঝে ফেলে কোন পথেআপনার ক্ষতি করা সম্ভব! নিজের লক্ষ্যঅর্জনের পথকে নির্বিঘ্ন রাখতে হলেনিজের মত কাজ করে যান। অপরকেজানানো জরুরি নয়, নির্ধারিত কৌশলনুযায়ীপ্রয়োজনীয় পরিশ্রম করা জরুরি।চিন্তার মৌলিকতাআপনার চিন্তা, বুদ্ধি একান্তই আপনার নিজস্ব।ধরুন, একটা ব্যবসার আইডিয়া এল আপনার মাথায়।সেটা আপনি অনেকের সাথেই শেয়ারকরলেন। তাদের কেউ একজন আপনারআইডিয়া চুরি করে আপনার আগেই ব্যবসাখুলে ফেলল এবং আপনার আইডিয়াকেনিজের বলে প্রচার শুরু করল। এই ঝুকিতেকেন যাবেন? তার চেয়ে বরং নিরবে কাজকরে যান।দৃঢ়তাআপনার লক্ষ্য আপনার জীবনকে পরিচালিতকরে। অন্যরা এব্যাপারে মতামত দেবেন,পরামর্শ দেবেন, আলোচনা-সমালোচনাকরবেন এই বিষয়গুলো আপনারআত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্থ করতে পারে।পরামর্শ নিন, কিন্তু সেই ব্যক্তির কাছথেকে নিন যিনি যোগ্য। জনে জনেপরামর্শ নেওয়ার কোন মানে নেই।নিজের উপর আস্থা রাখুন এবং সেটাই করুনযেটা আপনি করতে চান। এজন্য যতবেশী সম্ভব সমালোচনা বা নেতিবাচকদৃষ্টিভঙ্গী এড়িয়ে চলুন।অন্যকে বোঝানো আপনার কাজ নয়আপনি কী চান, আপনার স্বপ্ন কী,কীভাবে আপনি সেই পথে ধাবিত হচ্ছেনতা অন্যকে বোঝানোর চেষ্টা করেসময় নষ্ট করবেন না। আপনি যদি ব্যবসায়ীহতে চান এবং আপনার একজনবিনিয়োগকারীর প্রয়োজন হয় তাহলেশুধু তাকেই বুঝিয়ে বলুন। অন্যদেরবোঝাতে চাওয়া আপনার সময় নষ্ট করবে,আপনাকে বিভ্রান্ত করবে একইসাথেলক্ষ্য অর্জনে পশ্চদপদতা তৈরি করবে।বোবার কোন শত্রু নেইআপনার হয়ত কোন শত্রু কখনো ছিল না।আপনি নিপাট ভদ্রলোক। কিন্তু যখনি মানুষজানবে আপনি বিশেষ কিছু করতে যাচ্ছেনতখনি একদল মানুষ তৈরি হবে যারা এর থেকেসুবিধা নিতে চাইবে। আরেকদল মানুষ তৈরিহবে যারা আপনাকে অতিক্রম করতেচাইবে। তাই, অযথা নিজের পরিকল্পনাঅপরকে জানানো বন্ধ করুন।মনে রাখবেন-* সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখীব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রকাশ করারমাঝে কোন বিশেষত্ব নেই।* একইসাথে নিজের হতাশাও সবার কাছেতুলে ধরার কিছু নেই। কেউ আপনার সমস্যাসমাধান করে দেবেন না।* অন্যের স্বীকৃতি ছাড়া যারা সিদ্ধান্ত নিতেপারেন না তারা দূর্বল চরিত্রের অধিকারী।নিজের সিদ্ধান্ত নিজে নিন।* আপনার সাফল্য অন্যকে প্রমাণ করেবোঝানোর কোন অর্থ হয় না।গুরুজনরা তাই বলেন, “If you want toavoid the envy of others, love silence.”

Post Top Ad

Your Ad Spot

Pages