Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, September 10, 2017

এই সহজ উপায়ে আপনার স্মার্টফোনের স্পীড হবে সুপারফাস্ট

স্মার্টফোন এখন সকলের কাছে গুরুত্বপূর্ণ এক ডিভাইস হয়ে উঠেছে। অনেক সময় দেখা যায় দরকারি কাজে এই স্মার্টফোন হ্যাং করের যায় কিংবা স্লো হয়ে যায়। যার ফলে অনেক সমস্যায় পরতে হয়। তখন দরকারি কাজকে শিকেয় তুলে ফোন নিয়ে মাথা ব্যাথা শেষ হয়না।কিন্তু আপনি কি জানেন সহজ কিছু উপায়েআপনি চাইলেই এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য আপনাকে কোন অ্যাপডাউনলোড করতে হবেনা বা সার্ভিস সেন্টারেও যেতে হবে না। এই সমস্যার সমাধান আপনার ফোনেই আছে। আসুন দেখে নেওয়া যাক কি সেই উপায়-প্রথমে একটি সেটিংস চেঞ্জ করতে হবে। আর আপনার ফোনের স্পিড ফাস্ট হয়ে যাবে। আমাদের ফোনেই এধরনের বেশ কিছু সেটিংস থাকে আর এই সেটিংস গুলির বিষয়ে আমরা অনেক সময় অনেক কিছু জানিওনা, কারন আমরা তা ব্যবহার করিনা।তবে আসুন আমরা আপনাদের বলি যে কিভাবে একটি সেটিংস চেঞ্জ করলে আপনি আপনার ফোন কে ফাস্ট করতে পারবেন।স্মার্টফোনের স্পিড বাড়ানোর জন্য সবার আগে আপনাকে আপনার ফোনের সেটিংস এযেতে হবে। আর তারপরে নিচের দিকে আপডেটঅপশানে ট্যাপ করতে হবে। এর পরে বিল্ড নম্বরের অপশান দেখা যাবে, এতে ৫-৭ বার ট্যাপ করুন।এর পরে মোবাইল সেটিংসএ ডেভলাপার অপশান ওপেন হয়ে যাবে, তাকে ট্যাপ করুন। এখানে আপনি ৩টি অপশান উইন্ডো ট্র্যাঞ্জিকশান স্কেল দেখা যাবে, অ্যানিমেটার ডিউরেশান স্কেল আর সিমুলেটার স্কেন্ডারি ডিসপ্লে দেখা যাবে।এরপরে এই তিনটি অপশানে একে একে ট্যাপ করুন। এটি অ্যানিমেশান আমাদের ফোনে অনেক বেশি ডাটার ব্যবহার করার সঙ্গে তার র্যাম আর মেমারিও ব্যবহার করে, যার ফলে স্মার্টফোন স্লো হয়ে যায়। এর পরে আপনি ফোন অফ করে অন করুন এবার আপনার ফোনের স্পিড ঠিক হয়ে যাবে।

Post Top Ad

Your Ad Spot

Pages