Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, September 16, 2017

অপোর স্বর্ণ খচিত ফোন

বিশেষ এডিশনের ফোন আনলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো। এটি অপোর আর ১১ এর বিশেষ এডিশন। ফোনটি চীনের একটি ব্যান্ডদল টিএফবয়েজের নামেবাজারে ছাড়া হয়েছে। ফোনটিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে।অপো আর১১ এর টিএফবয়েজ এডিশনের ফোনটি চীনের বাজারে সম্প্রতি অবমুক্ত করা হয়েছে। টিএফবয়েজ চীনের জনপ্রিয় তরুণ ব্যান্ডদল। দলটিতে তিনজন সদস্য রয়েছে। তারা হলেন-ওয়াং জুনকাই, ওয়াং ইয়ান এবং ইয়াই ইয়াংকিনসি। এই তিনজনের নামে আলাদা আলাদা ভার্সনের অপো আর১১ বাজারে ছাড়া হয়েছে। ফোনগুলোতে ব্যান্ডদলটির লোগোর স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে। এতে ১৮ ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয়েছে।ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ছবির জন্য অপোর বিশেষ এডিশনের এই ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেলের রিয়ার ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।অল্প কয়েকটি ফোন আজ থেকে চীনের বাজারেপাওয়া যাবে।

Post Top Ad

Your Ad Spot

Pages