Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, September 17, 2017

টাকার বস্তা নিয়ে বসেছে বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রস্তুতি শুরু হয়েছে। এরমধ্যে দল গুছিয়ে নিয়েছে সবগুলো ফ্রাঞ্চাইজি। বিদেশ থেকে ভিড়িয়েছে নামী-দামী খেলোয়াড়দের। শোনা গেছে টাকার ঝনঝনানি। এরই মধ্যে বিপিএলের দলগুলো খরচ করে ফেলেছে ১৭,৩৭,০০,০০০ টাকা।আগামী ২ নভেম্বর থেকে সিলেটে শুরু হওয়া এ আসরে দেশি ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে তারা খরচ করবে এ অর্থ। এর মধ্যে ১৪,৬৫,০০,০০০ টাকা তারা ব্যয় করবে দেশি ও বাকি প্রায় ২৭,২০,০০,০০০ টাকা ব্যয় হবে বিদেশিদের জন্য।এবারের আসরে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি পেয়েছে বসুন্ধরা গ্রুপ।তারা পেয়েছে রংপুরের অভিভাবকত্ব। অন্যদিকে নাফিসা কামালের অধীনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত আসরে বলতে গেলে বেশ খারাপই করেছে তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। এই দুই দলই ২৬,২০০,০০০ টাকা খরচ করছে তাদের দেশি ও বিদেশি খেলোয়াড়দের পিছনে।তাদের পরপরই আছে খুলনা টাইটানস, ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। খেলোয়াড়দের দলে নিতে তারা খরচ করেছে যথাক্রমে ২৫,৪০০,০০০ ; ২৫,২০০,০০০ ও ২৫,২০০,০০০ টাকা।নতুন রিক্রুট সিলেট সিক্সার্স নিজেদের দলকে শক্তিশালী করতে খরচ করেছে ২৩,৫০০,০০০ টাকা। এবারের বিপিএলের সবচেয়ে মিতব্যয়ী দল চিটাগাং ভাইকিংস। তারা খরচ করেছে ২২,০০০,০০০ টাকা।এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। শেষ মুহূর্তে বাদ পরেছে বরিশাল বুলস।কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াড :দেশি : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানী, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদীহাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান।বিদেশি : মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমান মায়ার ও রুম্মন রইস।রংপুর রাইডার্স স্কোয়াড :দেশি : মাশরাফি বিন মর্তুজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান।বিদেশি : রবি ভোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, শামিউল্লাহ শেনওয়ারি ও স্যাম হেইন।বিপিএলে দল পেলো যারাগতকাল হোটেল রেডিসন ব্লু’তে অনুষ্ঠিত হয় বিপিএল পঞ্চম আসরের নিলাম। দেশি বিদেশি সম্মিলিত ক্রিকেটারদে দিয়ে দল গড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো।মূলত প্লেয়ার্স ড্রাফটের আগে বেশ নামীদামী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে ড্রাফট থেকে তারা বেশি ক্রিকেটার কিনেনি। গত দুই আসরের মতো শক্তিশালী দল গঠন করতে পারেনি চিটাগং ভাইকিংস। ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে সানজামুল, আলামিন, আলাউদ্দিন বাবুদের।অন্যদিকে প্লেয়ার্স ড্রাফটে ভাগ্য সহায় হয়েছিলো রাজশাহী কিংসের। প্রথম রাউন্ডেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে তারা। মোস্তাফিজ বাদেও দলে নিয়েছে জাকির হাসান, রনি তালুকদার, নাইম ইসলাম জুনিয়রদের। বিদেশীদের মধ্যে দলে নিয়েছে পাকিস্তানের উসামা মির ও রাজা আলী দারকে।অন্যদিকে প্লেয়ার্স ড্রাফট থেকে ভালো মানের ক্রিকেটার দলে ভিড়াতে সক্ষম হয়েছে খুলনা টাইটান্স। দলে নিয়েছে আফিফ হোসেন ধ্রুভ, নাজমুল হোসেন শান্ত, মুক্তার আলি, আবু জায়েদ রাহীর মতো ক্রিকেটারদের। বিদেশীদের মধ্যে দলে নিয়েছে শেহান জয়াসুরিয়া, লুইস রিচিকে।শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, এবাদতদের দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। শুভাগত হোম, নাবিল সামাদ, আবুল হাসান রাজু, কামরুল রাব্বিদের দলে নিয়েছে সিলেট সিক্সার্স।এক নজরে ড্রাফটে বিক্রিত ক্রিকেটারদের তালিকা :চিটাগং ভাইকিংস : সানজামুল ইসলাম, মোহাম্মদ আলামিন, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত, নজিবুল্লাহ জরদান, লুইস রিচি।কুমিল্লা ভিক্টোরিয়ান্স : আলআমিন হোসেন, আরাফাত সানি, আলক কাপালি, মেহেদীহাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান, সুলেমান মিরে, রুম্মান রাইস।ঢাকা ডাইনামাইটস : আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজিব, সৈয়দ খালেদ হোসেন, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, জো ডেনলি, আকিল হোসেন।খুলনা টাইটান্স : নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুভ, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান, শেহান জয়াসুরিয়া, জোফরা আর্চার।রাজশাহী কিংস : মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজী অনিক, উসামা মীর, রাজা আলী দার।রংপুর রাইডার্স : শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস, নাহিদুল, সাম হ্যান, শেনওয়ারী, জহির খান (আফগানিস্তান)।সিলেট সিক্সার্স : আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল রাব্বি, নাদিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, শরিফুল্লাহ, চতুরাঙ্গা ডি সিলভা, মুদাসের খান।

Post Top Ad

Your Ad Spot

Pages