Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, September 17, 2017

বিরক্তিকর বন্ধুকে এড়িয়ে যাওয়া আরও সহজ করছে ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার বন্ধু সংখ্যা বাড়ছে। একই সঙ্গে তালিকায় এমন কিছু বন্ধু হয়তো যোগ হচ্ছে যাদের কার্যকলাপে আপনি বিরক্ত হন। এমন বন্ধুদের সরাসরি ব্লক, আনফ্রেন্ড বা আনফলো করলে হয়তো আপনি তাদের হারিয়ে ফেলতে পারেন। কিন্তু তাদের না হারিয়ে এড়িয়ে যাবার একটি উপায় করে দিচ্ছে ফেসবুক।ফেসবুকে বিরক্তিকর বন্ধুদের কোনো আপডেট আপনার নিউজ ফিডে যাতে না আসতে যারে, সেজন্য প্রতিষ্ঠানটি ‘স্নোজ’ নামে নতুন একটি অপশন চালু করতে যাচ্ছে।স্নোজ হচ্ছে এমন একটি অপশন যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট সময়ের জন্য কোনো বন্ধু বা পেইজকে এড়িয়ে থাকতে পারেন। এতে ওই অ্যাাকাউন্ট বা পেইজের আপডেটগুলো ব্যবহারকারীর নিউজ ফিডে আসবে না। এ অপশনটির মাধ্যমে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট একাউন্ট বা পেজের ফিড ২৪ ঘন্টা, ৭দিন বা ৩০ দিনের জন্য ব্লক করেরাখতে পারবেন।ফেসবুকে স্নোজ অপশনটি ব্যবহার করার জন্য আপনাকে মেনুতে ক্লিক করে স্নোজ অপশনটি আপডেট করতে হবে। এরপর আনফলো বাস্নোজ সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে সরাসরি ‘অনাকাঙ্খিত’ বন্ধুর প্রোফাইল বা তার বিভিন্ন নিউজ ফিড আলাদাভাবে স্নোজ করা যাবে।বর্তমানে ফেসবুক এই অপশনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। ফলে এই অপশনটি সকল ফেসবুক ইউজারদের ব্যবহারজোগ্য নয়। তবে শিগগিরিই এই অপশনটি আরো বড় পরিসরে আনা হবে বলে ধারণা করা হচ্ছে।এছাড়াও ‘বোনফায়ার’ নামক আরো একটি অ্যাাপ নিয়ে ফেসবুক কাজ করছে। যা অনলাইন যোগাযোগের ধারায় পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে।

Post Top Ad

Your Ad Spot

Pages