Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, September 17, 2017

আসছে স্বল্প মূল্যের ফোন নকিয়া ২

নকিয়া ৮ এর পরে এবার বাজারে আসতে যাচ্ছে স্বল্প মূল্যের অ্যান্ড্রয়েডফোন নকিয়া ২। ফোনটির ফিচার সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।তবে ধারণা করা হচ্ছে, এতে থাকতে পারে সর্বনিম্ন ৪ দশমিক ৭ থেকে সর্বোচ্চ ৫ ইঞ্চি পর্যন্ত ৭২০পি এইচডি ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ৭ নুগ্যাট অপারেটিং সিস্টেম।মার্কিন মান নিয়ন্ত্রণ সংস্থার একটি ডকুমেন্ট (নথি) অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ২১০, ১.৩ গিগাহার্জ গতিসম্পন্ন কোয়াডকোর প্রসেসর, সঙ্গে থাকছে ৪০০০ এমএএইচ ধারণক্ষমতা সম্পন্ন ব্যাটারি।স্ন্যাপড্রাগন ২১০ চিপসসেটটির সঙ্গে৭২০পি ডিস্পলে ব্যবহারের ফলে ফোনটি অনায়াসে ৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। যারা বিগতদিনের নকিয়া হ্যান্ডসেটের মতো ব্যাকআপ সমৃদ্ধ ফোনের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য ফোনটি বেশ কাজে আসতে পারে।ফোনটিতে ফাস্ট চার্জিংয়ের কোনো সুবিধা নেই। তবে সঙ্গে থাকা ৫ ভোল্ট ২ অ্য়াম্পেয়ার আউটপুটের চার্জারটির মাধ্যমে ফুল চার্জ হতে দুই ঘণ্টা লাগতে পারে। ফোনটির দাম ১২০ ডলারের কাছাকাছি হতে পারে বলে জানা গেছে।

Post Top Ad

Your Ad Spot

Pages