Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 1, 2017

[Megha-Tune]আপ্নিকি জানেন ফ্রি-ব্যাসিক কি? (ফ্রি ব্যাসিক নিয়ে বিস্তারিত আলোচনা)

আসসালামু আলাইকুমকেমন আছে সবাই?আমি আল্লাহ্‌ তায়ালাররহমতে ভাল আছি তো শুরু করা যাক?ফ্রি বেসিক কিকোনো ডেটা চার্জ ছাড়াই সবার কাছে ফ্রিইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে ই ফেসবুকতার নিজস্ব ফ্রি বেসিক সার্ভিস চালুকরে।পৃথিবীর প্রায় ৩৭টি জনবহুল দেশে ফেসবুকেরফ্রি বেসিক সুবিধা চালু আছে। ফ্রি বেসিকফেসবুক এমন একটি প্রকল্প যাতেব্যবহারকারীরা ফেসবুকের একটী সীমাবদ্ধভার্সন ব্যাবহার করতে পারেন কোনোরুপডেটা চার্জ ছাড়াই।তবে সম্প্রতি মিশরে ফেসবুকের ফ্রি বেসিকসুবিধা বন্ধ করে দিয়েছে এটির সরকার।রয়টার্স এর মতে মিশরের সরকারকে ফেসবুকব্যবহারকারীদের উপর নজরদারীর সুযোগনাদেওয়াতেই এই ফ্রি সুবিধা বন্ধ করে দিয়েছেসরকার। এর আগে অক্টোবর মাসে ফ্রি ফেসবুকসুবিধা চালু হয় মিশরে। মাত্র দুমাসের মাথায়ডিসেম্বরের ৩০তারিখ এই সুবিধা বন্ধ করে দেয়মিশরের সরকার। মাত্র দুমাসের ফ্রি বেসিকসুবিধা দেওয়ার জন্য এক অস্থায়ী প্রজ্ঞাপনজারী করেছিলো দেশটির সরকার।ফেসবুকের তথ্যমতে প্রাত ৩০ লাখ লাখ মিশরীয়দুমাসে ফ্রি ফেসবুক সুবিধা গ্রহন করেছিলো।যার মধ্যে ১০লাখ কখনোই ইন্টারনেট ব্যবহারকরেনি। তবে ফ্রি ফেসবুক বন্ধ করার পর ও এখনো৯কোটি মিশরীয় ডেটা চার্জ দিয়ে ফেসবুকব্যবহার করেন।যে করনে মিশরে ফি বেসিক চলে নাফেসবুক এবং মিশর সরকারের মধ্যে একআলোচলা থেকে জানা যায়,ফ্রি ফেসবুকবেসিক মিশর সরকারের নিরপত্তার যথেষ্টনিশ্চয়তা দিতে পারেনি বলেই সার্ভিসটি বন্ধকরা হয়েছে। তবে কি ধরনের অ্যাক্সেস মিশরসরকার চেয়েছিলো তা কারো বক্তব্য থেকেইআসেনি। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলেফেসবুক মুখপাত্র মুখ খুলতে অস্বীকার করেছেন।তবে মোহাম্মদ হানাফী, কমিউনিকেশনসেরমিশরের মন্ত্রণালয়ের একজন মুখপাত্রনজরদারীর ব্যাপারটি অস্বীকার করেছেনএবং বলেছেন এর পিছে অন্য কিছু কারনরয়েছে।তবে কি কারন তা তিনি স্পষ্টকরেননি।সূএ:ইন্টারনেট

Post Top Ad

Your Ad Spot

Pages