Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 4, 2017

কলেজ জীবনে ছাত্রদের জন্য ৯টি টিপস! মেনে চললে নজর কাড়বেন!

কলেজে গিয়ে পড়াশোনা হবেই,কিন্তু অনেক ছাত্রের কাছেই কলেজেপড়ার সময়ে নিজস্ব লুক এবং স্টাইলওসমান অগ্রাধিকার পায়। একটিসর্বভারতীয় হিন্দি দৈনিকে একটিঅ্যাপেলো হাসপাতালেরক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবংকনসাল্টিং নিউট্রিশনিস্টনিধিবিজয়বর্গীয় বেশ কিছু পরামর্শদিয়েছেন-১. টক দই খেলে ওজননিয়ন্ত্রণে থাকবে।২. দিনে একবারডাবের জল খেলে ত্বক, চুলের ঔজ্জ্বল্যবাড়বে।৩. রোজ একটি কলা খেলে মুডভাল থাকবে।৪. অ্যালোভেরা জুসপান করলে চুল কম পড়বে।৫. রোজএকমুঠো বাদাম খেলে ব্লাডসার্কুলেশন উন্নত হবে।৬. প্রতিদিনদু’টি সেদ্ধ ডিম খেলে মাসলস টোনডহবে।৭. টমেটো পেস্ট মাখলে ত্বকেরশ্যামলা ভাব দূর হবে।৮. বেসনেরসঙ্গে মধু মিশিয়ে গায়ে মাখলেগায়ের রং ফর্সা হবে।৯. মৌরিনিয়মিত খেলে মুখের দুর্গন্ধ দূর হবে।

Post Top Ad

Your Ad Spot

Pages