Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 30, 2017

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০১৭-২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি…..২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে এস,এস,সি/সমমান এবং ২০১৬, ২০১৭ সালে এইচ,এস,সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবে।ন্যূনতম পয়েন্ট:(৪র্থ বিষয়সহ)বিজ্ঞান -৩.৫+৩.৫=৮.০বাণিজ্য -৩.৫+৩.৫=৭.৫মানবিক -৩.০+৩.০=৭.০বি.দ্র. আবেদনকারী যে unit ই আবেদন করুকনা, সে যে শাখা হতে HSC উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা প্রযোজ্য হবে।আবেদন সময়সীমা:১০ সেপ্টেম্বর দুপুর ১২ টাথেকে শুরু হয়ে২৪ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে।ভর্তি পরীক্ষার তারিখ :২২ থেকে ২৬ অক্টোবর.জিপিএ গণনা ও অন্যান্য তথ্যঃভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ও ঘড়ি সহ সবধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।ভর্তি পরীক্ষায় জিপিএ’র উপর কোন নম্বরগণনা করা হয়না।২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আসন সংখ্যা ও শর্তসমূহ :# Unit_A : কলা অনুষদবিভাগসমূহ (আসন সংখ্যা):১.দর্শন(১১০)২.ইতিহাস(১১০)৩.ইংরেজি(১০০)৪.বাংলা(১০০)৫.ইসলামের ইতিহাস ওসংস্কৃতি (১১০)৬.ভাষা:উর্দু (৪০ )সংস্কৃত (৫৬)৭.আরবি (১১০),৮.ইসলামের স্টাডিজ(১১০),৯.নাট্যকলা (২৫),১০.সংগীত (৩০)১১.ফারসি ভাষা ও সাহিত্য (৪০)প্রশ্নের ধরন ও মানবন্টন :MCQ পরীক্ষা পূর্ণমান ১০০ নম্বর।বাংলা —– ৩০ইংরেজী — ৩০সাঃ জ্ঞান —৪০পাশ নম্বর ৪০।তবে, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ক্ষেত্রে ৩০ নম্বর।নাট্যকলা ও সঙ্গীত বিভাগের জন্য…ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ব্যবহারিক পরীক্ষার পাশ নম্বর ৪০।কেবল MCQ পরীক্ষায় উত্তীর্ণরা ব্যবহারিক পরীক্ষা দিতে পারবে।বাংলা বিভাগের ক্ষেত্রে MCQ এর বাংলা অংশে ১৫ নম্বর অবশ্যই পেতে হবে।ইংরেজী বিভাগের ক্ষেত্রে MCQ এর ইংরেজী অংশের ৩০ নম্বরের মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ ১২০০ জন লিখিত পরীক্ষা দিতে পারবে।লিখিত পরীক্ষার মানবন্টন: Reading Comprehension–25Essay–25লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে।# Unit_B : আইন ও বিচার অনুষদবিভাগসমূহ (আসন সংখ্যা) :১। আইন বিভাগ (১১০)২। আইন ও ভূমি প্রশাসন (৫০)প্রশ্নের ধরন ও মানবন্টন :দু’টি অংশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে….‘ক’অংশ – MCQ ৮০ নম্বর‘খ’অংশ – লিখিত ২০ নম্বর____মোট ১০০ নম্বর ।।‘ক’অংশ (MCQ):বাংলা —————– ৩০ইংরেজী ————— ৩০সাঃ জ্ঞান ও বুদ্ধিমত্তা — ২০পাশ নম্বর ৩২।তবে বাংলায় ১২ নম্বর ও ইংরেজীতে ১২ নম্বর অবশ্যই পেতে হবে।‘খ’অংশ (লিখিত):বাংলা —- ১০ইংরেজী —১০বাংলা ও ইংরেজী উভয় বিষয়ে৪ নম্বর করে মোট ৮ নম্বর অবশ্যই পেতে হবে।]কেবল MCQ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয় থাকে।ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম নম্বরের শর্ত প্রযোজ্য নয়।# Unit_C: বিজ্ঞান অনুষদবিভাগসমূহ (আসন সংখ্যা):১.গনিত (১১০)২.পদার্থ বিজ্ঞান (৯০)৩.রসায়ন (১০০),৪.পরিসংখ্যান (৯০),৫.প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (৫০),৬.ফার্মেসী (৫০),৭.পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলোপমেন্ট (৬০),৮.ফলিত গণিত (৮০),৯.শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (বিজ্ঞান-১৪ ও অবিজ্ঞান-১৬)প্রশ্নের ধরন ও মানবন্টন :MCQ.বিজ্ঞান শাখার জন্য….‘ক’অংশ(আবশ্যিক)-পদার্থ+রসায়ন+গনিত(৩০+৩০+২০) =৮০ নম্বর।‘খ’অংশ(ঐচ্ছিক)-জীববিজ্ঞান(২০)‘গ’অংশ(ঐচ্ছিক)-গনিত(২০)উত্তর করতে হবে ক+খ অথবা ক+গক+খ অংশ উত্তরকারীরা এ অনুষদের সকল বিভাগে ভর্তি হতে পারবেক+গ অংশ উত্তরকারীরা ফার্মেসী,প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ব্যতীত অন্য বিভাগে ভর্তি হতে পারবেফার্মেসী,প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ভর্তি হতে HSCতে পদার্থবিজ্ঞান,রসায়ন,জীববিদ্যা থাকতে হবেক’অংশ এ নূন্যতম ২৬ পেতে হবে, খ/গ অংশ এ নূন্যতম ৬ পেতে হবে।অবিজ্ঞান শাখার জন্য ….বাংলা —– ৩০ইংরেজী — ৩০সাঃ জ্ঞান —৪০বাংলায় নূন্যতম ১২ এবং ইংরেজীতে নূন্যতম ৭ পেতে হবে।অবিজ্ঞানের প্রার্থীরা কেবল শারীরিকশিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবেশারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানবিভাগের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে,পাশ নম্বর ৩২।# Unit_D : ব্যবসায় প্রশাসনবিভাগসমূহ ও আসন সংখ্যা:(বাণিজ্য + অ-বাণিজ্য)১.Finance ————-(85+15)২.Accountingand InformationSystems ———–(100+10)৩.Management ——- (85+15)৪.Marketing ———–(85+25)৫.Banking andInsurance ————(44+6)মোট আসন ————–470প্রশ্নের ধরন ও মানবন্টন :MCQ পরীক্ষা…বাণিজ্য শাখার জন্য….ইংরেজি ——————-৩০হিসাব বিজ্ঞান ————-৩০ব্যবসায় শিক্ষা(ব্যবসায় সংগঠন ওব্যবস্থাপনা,ফাইন্যান্স,ব্যাংকিং ও বীমা,উৎপাদন ওবিপনন) ——————-৪০অ-বাণিজ্যদের জন্যবাংলা ——————– ৩০ইংরেজি ——————- ৩০সাঃজ্ঞান ওসাঃ গণিত—————— ৪০পাশ নম্বর ৪০,পৃথকভাবে কোন বিষয়ে নয়,,সম্মিলিতভাবে সব বিষয় মিলি পেলেই হবে।# Unit_E : সমাজিক বিজ্ঞানবিভাগসমূহ (আসন সংখ্যা):১.অর্থনীতি(১১০)২.রাষ্ট্র বিজ্ঞান (১১০)৩.সমাজকর্ম (৯০)৪.সমাজবিজ্ঞান(১০০)৫.গণযোগাযোগ ও সাংবাদিকতা (৫০)৬.ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (৬৬)৭.লোকপ্রশাসন (৬০)৮.নৃ-বিজ্ঞান (৫৬)৯.ফোকলোর(৬৬)১০.আন্তর্জাতিক সম্পর্ক( ৪০)প্রশ্নের ধরন ও মানবন্টন –MCQ…বাংলা ৩৫ইংরেজি ৪৫সাঃজ্ঞান ২০___মোট ১০০ নম্বরঅর্থনীতি বিভাগের ক্ষেত্রে HSCতে অর্থনীতি/গণিত/পরিসংখ্যান থাকতে হবেএবং উক্ত বিষয়গুলিতে নূন্যতম A- গ্রেড থাকতে হবে।# Unit_F : জীব ও ভূ বিজ্ঞান অনুষদবিভাগসমূহ (আসন সংখ্যা):১.উদ্ভিদ বিজ্ঞান(৮৮)২.প্রাণিবিদ্যা(৮০)৩.ভূগোল ও পরিবেশবিদ্যা(৭৬)৪.চিকিৎসা মনোবিজ্ঞান (২৬)৫.ভু তত্ব ও খনিবিদ্যা(৬০) ৬.জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (৪০)৭. মনোবিজ্ঞান (৬৬)প্রশ্নের ধরন ও মানবন্টন –MCQ..বিজ্ঞানের শিক্ষার্থিদের জন্য-(i)আবশ্যিক :পদার্থ+রসায়ন=৬০ নম্বর(ii)ঐচ্ছিক :জীববিদ্যা(উদ্ভিদবিদ্যা-২০+প্রাণিবিদ্যা-২০)/গনিত/ভূগোল/মনোবিজ্ঞান=৪০ নম্বর।অবিজ্ঞানের ক্ষেত্রে-(i) বাংলা+ইংরেজি=৬০ নম্বর।(ii) ভুগোল/মনোবিজ্ঞান/সাঃজ্ঞান=৪০ নম্বর পরীক্ষা হবে।মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।অবিজ্ঞানের প্রার্থীরা কেবল ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগেভর্তি হতে পারবে# Unit_G: কৃষি অনুষদবিভাগসমূহ (আসন সংখ্যা):১.এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন (৫৬)২.ফিসারিজ (৫০)৩.ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস(৫০)৪.ক্রপ সায়েন্স এন্ডটেকনোলজি( ৫৬)প্রশ্নের ধরন ও মানবন্টন –MCQ..জীববিদ্যা-৫০রসায়ন-২০পদার্থবিজ্ঞান-২০ইংরেজী-১০ নম্বরমোট ১০০ নম্বরশুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য# Unit_H : প্রকৌশল অনুষদবিভাগসমূহ (আসন সংখ্যা):১.ফলিত পদার্থ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৫০)২.ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং(৭০)৩.কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৪৬)৪.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(৪৬)৫.ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি (৩০)৬.ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(৩০)প্রশ্নের ধরন ও মানবন্টন –MCQ…পদার্থে ২০ টি প্রশ্ন -৩০ নম্বরগনিতে ২০ টি প্রশ্ন -৩০ নম্বররসায়নে ২০টি প্রশ্ন -৩০ নম্বরICTতে ৫টি প্রশ্ন -৫ নম্বরইংরেজী তে ৫টি প্রশ্ন -৫ নম্বরপদার্থ,গনিত,রসায়নেরপ্রতিটি প্রশ্নের মান ১.৫ নম্বর,আর ICT ও ইংরেজীর প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে।মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য।# Unit_I : চারুকলা অনুষদবিভাগসমূহ (আসন সংখ্যা):১.চিত্র কলা, প্রাচ্যকলা ও ছাপাচিত্র (৪৫)২.মৃৎ শিল্প ও ভাস্কর্য(৩০)৩.গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস(৪৫)প্রশ্নের ধরন ও মানবন্টন –MCQ…বাংলা -৩০ইংরেজি – ৩০সাঃজ্ঞান -৪০পাশ নম্বর ৩০ড্রইং(ব্যবহারিক) -১০০, পাশ নম্বর ৪০MCQ ও ব্যবহারিক একসাথে হবে।পরিক্ষার সময়:১:৩০ ঘন্টা।# Unit_J : ব্যবসায় প্রশাসন (IBA)আসন সংখ্যা:বাণিজ্য-২৫অবাণিজ্য-২৫প্রশ্নের ধরন ও মানবন্টন –MCQ…বাণিজ্যের জন্য…ইংরেজী -৫০বাণিজ্য -৫০অবাণিজ্যের জন্য…ইংরেজী -৫০বুদ্ধিমত্তা,সাঃজ্ঞান,সাঃবিজ্ঞান,সাঃগণিত -৫০স্ব স্ব গ্রুপের শিক্ষার্থীরা স্ব স্ব গ্রুপের প্রশ্নপ্রত্রে পরীক্ষা দিবেপাশ নম্বর ৪০# Unit_K : শিক্ষা ও গবেষণা (IER)আসন সংখ্যা: ৫০প্রশ্নের ধরন ও মানবন্টন –MCQ…বাংলা —————– ২৫ইংরেজী ————— ২৫সাঃ জ্ঞান ————– ২০বুদ্ধিমত্তা দক্ষতা(গাণিতিক দক্ষতা ওবিমূর্ত্ত যুক্তি) ————৩০পাশ নম্বর ৪০২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আবেদন ফি:Unit_A (কলা)- ৮২৫৳Unit_B (আইন)- ৩৩০৳Unit_C (বিজ্ঞান)- ৭১৫৳Unit_D (বিজনেস স্টাডিজ )- ৪৯৫৳Unit_E (সামাজিক বিজ্ঞান)- ৭৭০৳Unit_F (জীব ও ভূ-বিজ্ঞান)- ৬০৫৳Unit_G (কৃষি)- ৪৪০৳Unit_H (প্রকৌশল)- ৫৫০৳Unit_I (চারুকলা)- ৩৮৫৳Unit_J (ব্যবসায় প্রশাসন)- ২৭৫৳Unit_K (শিক্ষা ও গবেষণা)- ২৭৫৳বিস্তারিত:

http://admission.ru.ac.bd/

Post Top Ad

Your Ad Spot

Pages